নিউজিল্যান্ডকেও উড়িয়ে শেষ আটের পথে আফগানিস্তান
০৮ জুন ২০২৪, ০৮:৫৬ এএম | আপডেট: ০৮ জুন ২০২৪, ০৯:০৯ এএম
নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে পাত্তাই দেয়নি আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের রেকর্ড জুটির পর রশিদ খান, ফজলহক ফারুকিদের বোলিং তোপে দ্বিতীয় ম্যাচে উড়ে গেল শক্তিশালী নিউজিল্যান্ডও। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে টানা দ্বিতীয় জয়ে শেষ আটের জোরালো দাবি জানিয়ে রাখল ‘ডার্ক হর্স’ তকমা পাওয়া আফগানিস্তান।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়েছে আফগানরা। ১৬০ রানের লক্ষ্যে স্রেফ ৭৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, এই সংস্করণেই নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয় এটি।
উদ্বোধনী জুটিতে ১০৩ রান যোগ করেন গুরবাজ ও ইব্রাহিম। টানা দ্বিতীয় ফিফটিতে ৮০ রানের ইনিংস খেলেন গুরবাজ। পঞ্চাশের সম্ভাবনা জাগিয়ে ৪৪ রানে থামেন ইব্রাহিম। তিন নম্বরে নেমে আজমতউল্লাহ ওমারজাই করেন ২২ রান। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাদের সৌজন্যে ৬ উইকেটে ১৫৯ রানের পুঁজি পায় আফগানিস্তান।
উগান্ডার বিপক্ষে গুরবাজ ও ইব্রাহিমের জুটিতে আসে ১৫২ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে টানা দুই ম্যাচে শতরানের জুটি হলো এই প্রথম।
সব মিলিয়ে যে কোনো উইকেটে এর আগেও দেখা গেছে এমন দুটি ঘটনা। ২০১২ ও ২০১৪ বিশ্বকাপে পরপর দুই ম্যাচে শতকছোঁয়া জুটি গড়েন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও ওয়েন মরগ্যান। ২০১৪ সালে ভারতের রোহিত শার্মা ও ভিরাট কোহলিও গড়েন একই কীর্তি।
গুরবাজ ও ইব্রাহিমের জুটি অবশ্য অনেক আগেই ভাঙতে পারত। চতুর্থ ওভারে হেনরির বলে ১৩ রানে থাকা ইব্রাহিমের ক্যাচ ছাড়েন ফিন অ্যালেন। পরের ওভারে গুরবাজকে রান আউট করার সুযোগ নষ্ট করেন ডেভন কনওয়ে। এক বল পর রিভিউ নিয়ে আম্পয়ারের দেওয়া এলবিডব্লিউ আউট থেকে বাঁচেন ইব্রাহিম।
পাওয়ার প্লেতে তারা ৪৪ রান পেলেও পরের ৪ ওভারে চেপে ধরেন কিউই বোলাররা। ১০ ওভারে মাত্র ৫৫ রান তোলার পর হাত খুলে খেলতে থাকে আফগানরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারানো ৩৪ ইনিংসের মধ্যে এটিই সবচেয়ে কম রানের ঘটনা। গত আসরে বাংলাদেশের বিপক্ষে ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান করেছিল পাকিস্তান।
১৫তম ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন হেনরি। শেষ ওভারে মাত্র ৩ রান নিতে ৩ উইকেট হারায় আফগানিস্তান।
বোল্টের দারুণ ডেলিভারিতে বোল্ড হন ৫৬ বলে ৫টি করে চার-ছক্কা মারা গুরবাজ। তার ৮০ রানের ইনিংস টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সেরা। উগান্ডার বিপক্ষে আগের ম্যাচে গুরবাজের ৭৬ রানের ইনিংস ছিল আগের সেরা।
রান তাড়ায় ফারুকির স্বপ্নীল এক ডেলিভারিতে প্রথম বলেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ছিটকে যায় ফিন অ্যালেনের স্টাম্প। সেই শুরু। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। তাদের কেবল দুজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেন- প্লেন ফিলিপস (১৮ বলে ১৮) ও ম্যাট হেনরি (১৭ বলে ১২)। তৃতীয় সর্বোচ্চ ১০ রান আসে ‘মিস্টার এক্সট্রা’ থেকে।
৩.২ ওভারে স্রেফ ১৭ রানের খরচায় ৪ উইকেট নেন পেসার ফারুকি। ৪ ওভারে সমান রান খরচায় সমান শিকার ধরেন তারকা লেগ স্পিনার রশিদ খান। ৪ ওভারে ১৬ রানে ২টি উইকেট নেন আরেক স্পিনার মোহাম্মদ নবি। ১৫.২ ওভারে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।
টানা দুই ম্যাচে বড় বড় জয়ে শেষ আট অনেকটাই নিশ্চিত আফগানিস্তানের। ২ ম্যাচে ৪ পয়েন্টের পাশাপাশি অবিশ্বাস্য নেট রান রেট (৫.২২৫) নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষেই আছে তারা। বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ‘দূর্বল’ উগান্ডা।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৫৯/৬ (গুরবাজ ৮০, ইব্রাহিম ৪৪, ওমারজাই ২২, নাবি ০, রাশিদ ৬, জানাত ১*, গুলবাদিন ০, নাজিবউল্লাহ ১*; বোল্ট ৪-০-২২-২, হেনরি ৪-০-৩৭-২, স্যান্টনার ৪-০-২৪-০, ব্রেসওয়েল ৩-০-২৭-০, ফার্গুসন ৪-০-২৮-১, মিচেল ১-০-১৬-০)।
নিউজিল্যান্ড: ১৫.২ ওভারে ৭৫ (অ্যালেন ০, কনওয়ে ৮, উইলিয়ামসন ৯, মিচেল ৫, ফিলিপস ১৮, চ্যাপম্যান ৪, ব্রেসওয়েল ০, স্যান্টনার ৪, হেনরি ১২, ফার্গুসন ২, বোল্ট ৩*; ফারুকি ৩.২-০-১৭-৪, নাবি ৪-০-১৬-২, নাভিন ৩-০-১০-০, রাশিদ ৪-০-১৭-৪, নুর ১-০-১০-০)।
ফল: আফগানিস্তান ৮৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রহমানউল্লাহ গুরবাজ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে