নিউজিল্যান্ডকেও উড়িয়ে দিলো আফগানিস্তান
০৯ জুন ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৯ জুন ২০২৪, ১২:০৭ এএম
ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিং এবং দুই বোলার ফজলহক ফারুকি ও রশিদ খানের নৈপুন্যে টি-টোয়েন্টি বিশ^কাপের নবম আসরে টানা দ্বিতীয় জয় পয়েছে আফগানিস্তান। গতকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানরা ৮৪ রানের বড় ব্যবধানে হারায় কিউইদের। আগে ব্যাট করে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তোলে আফগানিস্তান। জবাবে ১৫.২ ওভারে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ফলে বড় জয় তুলে নেয় আফগানরা। বিশ^কাপে এটি সবচেয়ে বড় ব্যবধানে হার নিউজিল্যান্ডের। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের কাছে প্রথমবারের মত হেরে এবারের বিশ^কাপ শুরু করলো নিউজিল্যান্ড। বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়েছিল আফগানিস্তান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৮৭ বলে ১০৩ রানের জুটি গড়েন তারা। উগান্ডার বিপক্ষেও ৮৮ বলে ১৫৪ রানের জুটি গড়েছিলো গুরবাজ ও ইব্রাহিম। ১৫তম ওভারে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির বলে আউট হন ৩টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে ৪৪ রান করা ইব্রাহিম। ইব্রাহিম ফিরলেও দলের রানের চাকা সচল রেখে টি-টোয়েন্টিতে নবম হাফসেঞ্চুরি তুলে নেন গুরবাজ। ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে ৫৬ বল খেলে ৫টি করে চার-ছক্কায় ৮০ রান করেন তিনি। গুরবাজের দায়িত্বশীল ইনিংসের সুবাদেই নির্ধারিত ওভারে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় আফগানিস্তান। নিউজিল্যান্ডের টেন্ট বোল্ট ২ ও ম্যাট হেনরি ৩৭ রানে নেন ২টি করে উইকেট।
১৬০ রানের জবাবে খেলতে নেমে আফগানিস্তানের বোলিং তোপে অসহায় আত্মসমর্পণ করে নিউজিল্যান্ড। মাত্র দুইজন ব্যাটার দুই অংকের ঘরে নিজেদের সংগ্রহ নিতে সক্ষম হন। গ্লেন ফিলিপস ১৮ বলে দুই বাউন্ডারিতে ১৮ ও হেনরি ১৭ বলে এক ছক্কার মারে ১২ রান করেন। দুইজন আউট হন শূন্য রানে। আফগানিস্তানের ফারুকি ও অধিনায়ক রশিদ উভয়ে ১৭ রান খরচায় পান ৪টি করে উইকেট। টি-টোয়েন্টি বিশ^কাপে অধিনায়ক হিসেবে সেরা বোলিংয়ের নজির গড়লেন রশিদ। মোহাম্মদ নবী ১৬ রানে পান ২ উইকেট। ম্যাচ সেরা হন গুরবাজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে