দুঃস্বপ্নের আঁধার পেরিয়ে আশার ঊষা
০৯ জুন ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৯ জুন ২০২৪, ১২:০৭ এএম
শ্রীলঙ্কাকে হারিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। আর এই জয়ে বাংলাদেশ ক্রিকেটে দুঃস্বপ্নের আধার পেরিয়ে জাগল আশার ঊষা। গতকাল ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে নিজেদের সূচনা ম্যাচে এক ওভার হাতে রেখেই লঙ্কানদের ২ উইকেটে হারায় টাইগাররা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করে শ্রীলঙ্কা। জবাবে তাওহীদ হৃদয়, লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে ১৯ ওভারে ৮ উইকেটে ১২৫ রান তুলে বহুল কাঙ্খিত জয়ের দেখা পায় বাংলাদেশ। ম্যাচে টাইগার বোলাররাই অর্ধেক কাজ করে দিয়েছিলেন। লঙ্কানদের স্বল্প পুঁজিতে বেঁধে ফেলে দলকে জয়ের পথ দেখান লেগস্পিনার রিশাদ হোসেন, পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে ছোট লক্ষ্য তাড়ায় নেমে জয়ের জন্য বাকি কাজটি করতে হিমশিম খেতে হয় বাংলাদেশের ব্যাটারদের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বল হাতে রিশাদ, মুস্তাফিজ আর তাসকিন যেভাবে আলো ছড়িয়েছেন, ব্যাট হাতে ঠিক এর বিপরীত ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখে পড়ছে তানজিদ তামিমের অপরিপক্ক ব্যাটিং, যা এখনও বজায় রয়েছে। মাঝেসাঝে তিনি জ্বলে উঠলেও আসল কাজটি করার সময় হন পুরোপুরিই ব্যর্থ। অন্যদিকে সৌম্য সরকারের খেলা তো পাড়া-মহল্লার ক্রিকেটারদের চেয়েও খারাপ। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের পরও তাকে দিয়ে কেন দলের ব্যাটিং উদ্বোধন করানো হয়, তা এখন বড় প্রশ্ন? বাজে পারফরম্যান্সের কারণে সমর্থকরা ইতোমধ্যে মজা করেই তার নাম দিয়েছেন ‘শূন্য সরকার’। ভক্তদের মজা করে দেওয়া নামই এখন প্রতিষ্ঠিত হতে চলেছে। আর তাতে সহায়তা করছেন স্্েরফ সৌম্য সরকার নিজেই। কাল লঙ্কানদের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে আন্তজার্তিক টি-টোয়েন্টিতে সর্বাধিকবার ‘ডাক’ মারার রেকর্ড ছুঁয়ে ফেললেন বাংলাদেশের এই টপঅর্ডার ব্যাটার! অধিনায়ক শান্তকে দিয়ে আর যাই হোক না কেন টি-টোয়েন্টি ক্রিকেট যে চলে না তা ইতোমধ্যে প্রমাণীত হয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব যে ফুরিয়ে যাচ্ছেন তা ফের চোখে পড়লো। শ্রীলঙ্কা ম্যাচে বল হাতে সাকিব যেমন ছিলেন ব্যর্থ, তেমনি ব্যাটিংয়েও তাকে দেখা যায়নি ‘বিশ্বসেরা’র মতো খেলতে। হৃদয়ের তুলনা তিনি নিজেই। লিটন দাসকে সঙ্গে নিয়ে মারকুটে ব্যাটিংয়ে দলের জয়ের ভীতটা আগেই গড়ে দিয়েছিলেন হৃদয়। অনেক দিন পর লিটনকে দেখা গেল দায়িত্ব নিয়ে খেলতে। আর মাহমুদউল্লাহর খেলা দেখে তো আবারও প্রমাণ হলো ‘পুরান চাল ভাতে বাড়ে’। সবকিছু মিলিয়ে ‘মন্দের ভালো’ এক জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। যা কোটি টাইগার ভক্তদের দীর্ঘদিনের চাওয়া ছিল।
টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গাকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ব্যাট করতে নামা লঙ্কানদের শিবিরে প্রথম আঘাত হানেন সদ্য ইনজুরি থেকে ফেরা পেসার তাসকিন আহমেদ। দলীয় ২১ রানের মাথায় ওপেনার কুশল মেন্ডিসকে (৮ বলে ১০) বোল্ড করেন এই টাইগার পেসার। শ্রীলঙ্কার ডেরায় দ্বিতীয়বার হানা দেন ফর্মে থাকা আরেক পেসার মুস্তাফিজুর রহমান। দলীয় ৪৮ রানের মাথায় তিনে নামা কামিন্দু মেন্ডিসকে (৫ বলে ৪) তানজিম সাকিবের ক্যাচ বানান তিনি। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে নিজের দ্বিতীয় শিকার বানান মুস্তাফিজ। শান্তর ক্যাচ বানিয়ে নিশাঙ্কাকে ফিফটি বঞ্চিত করেন টাইগার পেসার। ২৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে ফেরেন নিশাঙ্কা। চারিথ আশালঙ্কার উইকেট তুলে নেন রিশাদ হোসেন। সাকিবের তালুবন্দি হওয়ার আগে এই লঙ্কান ব্যাটার করেন ২১ বলে ১ ছয়ের মারে ১৯ রান। পরের বলেই শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (১ বলে ০) নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন লেগস্পিনার রিশাদ। তবে হ্যাটট্রিক পূর্ণ করতে পারেননি তিনি। ধনাঞ্জয়া ডি সিলভা টিকে থাকার চেষ্টায় থাকলেও বেশিক্ষণ পিচে থাকতে পারেননি। ২৬ বলে এক বাউন্ডারির মারে ২১ রান করা এই ব্যাটার রিশাদের তৃতীয় শিকার হন। তাসকিনের বলে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ হন দাসুন শানাকা (৭ বলে ৩)। মাহিশ থিকসানাকে রানের খাতাই খুলতে দেননি মুস্তাফিজ। ৩ বল খেললেও এই লঙ্কান ফেরত যান খালি হাতে। তানজিম হাসান সাকিবের শিকার হওয়ার আগে অ্যাঞ্জেলো ম্যাথিউজ করেন ১৯ বলে ১ চারের মারে ১৬ রান। এতে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১২৪। বাংলাদেশের মুস্তাফিজ ১৭ ও রিশাদ ২২ রানে পান ৩টি করে উইকেট। ২৫ রানে ২ উইকেট শিকার করেন তাসকিন। আর ২৪ রানে ১টি উইকেট নেন তানজিম হাসান সাকিব।
মামুলী লক্ষ্য তাড়ায় নেমে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। চতুর্থ উইকেটে লিটন দাসকে নিয়ে ম্যাচ ধরেন তাওহিদ হৃদয়। হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে এই জুটিতে টাইগাররা পায় ৩৮ বলে ৬৩ রান। ফলে শঙ্কা কেটে যায় অনেকখানি। ১২তম ওভারের প্রথম ৩ বলে ৩ ছক্কা হাকিয়ে চতুর্থ বলে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হন হৃদয়। ফেরার আগে ১ চার ও ৪ ছয়ের মারে করেন ৪০ রান। হৃদয় আউট হওয়ার সময় বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯১ রান। শেষদিকে ১৯ রান নিতে আরও ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল লাল-সবুজরা। ৯৯ রানে এলবিডব্লিউ হন লিটন। তার ৩৮ বলে ৩৬ রানের ইনিংসে ছিল ২ চার ও এক ছক্কার মার। দলীয় ১০৯ রানের মাথায় মাথিশা পাথিরানার বলে থার্ড ম্যান অঞ্চলে থিকসানার হাতে ধরা পড়েন সাকিব (১৪ বলে ৮)। এরপর ১১৩ রানে থাকতেই ২ উইকেট হারায় বাংলাদেশ। নুয়ান থুসারাকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হন রিশাদ হোসেন (৩ বলে ১)। পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তাসকিন আহমেদ (১ বলে ০)। তাসকিনের বুটে বল লাগলে থুসারার জোরালো আবেদনে আঙুল তোলেননি আম্পায়ার। তবে রিভিউ লঙ্কানদের পক্ষে যায়। শেষে ১২ বলে ১১ রান দরকার বাংলাদেশের। দাসুন শানাকাকে ওভারের প্রথম বলেই দারুণ এক ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ। এতে ম্যাচ চলে আসে বাংলাদেশের নিয়ন্ত্রণে। ওই ওভারে এক ওয়াইড আর শেষ বলে দৌঁড়ে ২ রান নিয়ে পুরো ১১ রান করে তুলে নেয় টাইগাররা। এতে উচ্ছ্বাসে ভাসেন বাংলাদেশের সমর্থকরা। শেষ পর্যন্ত ১৩ বল খেলে এক ছক্কার মারে ১৬ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। তানজিম সাকিব ৪ বলে অপরাজিত ১ রান তুলে জয় নিয়েই মাঠ ছাড়েন। শ্রীলঙ্কার নুয়ান থুসারা ১৮ রানে পান ৪টি উইকেট। ওয়ানিন্দু হাসরাঙ্গা ৩২ রানে শিকার করেন ২ উইকেট। ম্যাচ সেরা হন বাংলাদেশের রিশাদ হোসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে