গত বিশ্বকাপেও জিম্বাবুয়ের কাছে হারা পাকিস্তান ফাইনালে খেলেছিল: রোহিত
০৯ জুন ২০২৪, ০৪:৫৯ পিএম | আপডেট: ০৯ জুন ২০২৪, ০৪:৫৯ পিএম
ক্রিকেটের সবচেয়ে কাঙ্খিত ভারত-পাকিস্তান ম্যাচে নিয়ে রোমাঞ্চকর অপেক্ষায় ক্রীড়ামোদিরা। আর দল আঁকছে প্রতিপক্ষকে আটকানোর ছক। শুরুতেই অপেক্ষাকৃত খর্বশক্তির যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে ব্যাকফুটে থাকা পাকিস্তানকে নিয়ে স্বতর্ক ভারত অধিনায়ক রোহিত শর্মা। আহত বাঘ মরণ কামড় দিতে পারে বলে সতীর্থদের স্বতর্ক করেছেন তিনি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি হবে চিরবৈরি দুই দল ভারত ও পাকিস্তান। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে হেরে খাঁদের কীনারে চলে গেছে পাকিস্তান। এবার হারলেও শেষ আটের স্বপ্ন তাদের অনেকটাই ফিকে হয়ে যাবে। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে চাপে থাকা পাকিস্তানকে নিয়ে সতীর্থদের স্বতর্ক করেন রোহিত। উদাহরণ হিসেবে তুলে ধরা হয় গত আসরে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরও পাকিস্তানের ফাইনালে খেলার বিষয়টি।
‘টি-টোয়েন্টি ক্রিকেটের ধরনটাই এমন, যেকোনো কিছু হতে পারে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছে, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানই ফাইনাল খেলেছিল। যদি প্রতিপক্ষ কোনো ম্যাচ হেরে যায়, তার মানে এই নয় যে তারা আবার হারবে কিংবা খারাপ খেলবে।’
রোহিতের মতো প্রায় একই মন্তব্য শোয়েব আখতারেরও। পাকিস্তানের কিংবদন্তি এই ফাস্ট বোলারের মতে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পরও পরের রাউন্ডে যাওয়ার ভালো সুযোগ আছে বাবর আজমদের। নিজের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে বলতে গিয়ে দরটির পুরোনো ইতিহাস তুলে ধরলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই সাবেক পেসার।
‘প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের সুযোগ আছে কি না? আমার কথা বিশ্বাস করুন, পাকিস্তানের সুযোগ আছে। আমাদের বিশ্বকাপের শুরুটা সব সময়ই এমন হয়। আমরা সব সময়ই শুরুতে লড়াই করি, একমাত্র ১৯৯৯ বিশ্বকাপ ছাড়া। ১৯৯৯ বিশ্বকাপে আমরা দাপট দেখিয়ে ফাইনালে উঠেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে ফাইনালে হেরে গিয়েছিলাম।’
শোয়েব এরপর যোগ করেছেন, ‘পাকিস্তান এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে। ভারত কঠিন প্রতিপক্ষ। ভারতের বিপক্ষে খেলছেন, এটাই কি বড় অনুপ্রেরণা নয়?’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ভারতের জয় ৮টিতে ও পাকিস্তানের জয় ৩ ম্যাচে। ১টি ম্যাচ টাই হয়। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে টাই হয়েছিলো ভারত ও পাকিস্তান ম্যাচটি। পরে বোল আউটে ম্যাচ জিতে নেয় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতবার দেখা হয়েছে দু’দলের। এখানে ভারতের জয় ৬টিতে, পাকিস্তানের জয় ১টিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে