সুপার এইটে এক পা অস্ট্রেলিয়ার
১০ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ জুন ২০২৪, ১২:০৩ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংলিশদের ৩৬ রানে হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখলো অজিরা। আগে ব্যাট করে টপ অর্ডারের পাঁচ ব্যাটারের মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান করে অস্ট্রেলিয়া। চলতি টুর্নামেন্টে এটিই প্রথম দুইশোর্ধ্ব সংগ্রহ। জবাবে দুই ওপেনার ফিল সল্ট এবং অধিনায়ক জস বাটলারের দারুণ ব্যাটিংয়ের পরও নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড।
এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ধরা হয়েছিল ইংল্যান্ডকে। তবে গ্রুপ পর্বে ইতোমধ্যে দুই ম্যাচ খেলে এখনও জয়হীন জস বাটলারের দল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পায় ইংল্যান্ড। এবার দ্বিতীয় ম্যাচে অজিদের কাছে হেরে যাওয়ায় সুপার এইটে উঠা নিয়ে শঙ্কায় পড়েছে ইংলিশরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে থাকলেও চতুর্থ স্থানে ইংল্যান্ড। শেষ দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৫। অন্যদিকে এরই মধ্যে ৩ পয়েন্ট অর্জন করা স্কটল্যান্ড তাদের শেষ দুই ম্যাচের একটি জিতলে ৫ পয়েন্ট পেয়ে যাবে। রানরেটে তারা ইংল্যান্ড থেকে বেশ এগিয়ে থেকে আছে দ্বিতীয় স্থানে। নামিবিয়া দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে জায়গা পেয়েছে তৃতীয় স্থানে। ৫ বা তার বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ আছে তাদেরও। সবমিলিয়ে চাপে আছে ইংল্যান্ডই।
বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ৫ ওভারে ৭০ রান তোলেন তারা। পঞ্চম ওভারে ১৬ বলে ২ চার আর ৪ ছক্কায় ৩৯ করে ওয়ার্নার বোল্ড হন মঈন আলির ঘূর্ণিতে। পরের ওভারে হেডকে বোল্ড করেন জোফরা আর্চার। ১৮ বলে ৩৪ রানের ইনিংসে ২টি বাউন্ডারি আর ৩ ছক্কা হাঁকান হেড। ৬ ওভারের পাওয়ার প্লেতে ২ উইকেটে ৭৪ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর মিচেল মার্শ আর গ্লেন ম্যাক্সওয়েলের জুটি। তৃতীয় উইকেটে ৪৯ বলে ৬৫ রান যোগ করেন তারা। এই জুটি ভাঙে লিভিংস্টোনের বলে মার্শ পা এগিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়লে। ২৫ বলে ৩৫ রানের ইনিংসে ২টি করে চার-ছক্কা মারেন অস্ট্রেলিয়া অধিনায়ক। দুই রানের মধ্যে ম্যাক্সওয়েলও ড্রেসিংরুমে ফেরেন। আদিল রশিদকে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়া এই অলরাউন্ডার ২৫ বলে করেন ২৮ রান। টিম ডেভিড ফেরেন ৮ বলে ১১ করেই। শেষদিকে মারকুটে ব্যাটিংয়ে অজিদের দুইশর ঘরে পৌঁছে দেন মার্কাস স্টয়নিস আর ম্যাথিউ ওয়েড। স্টয়নিস ১৭ বলে ২টি করে চার-ছক্কায় ৩০ রান করে ইনিংসের দুই বল বাকি থাকতে আউট হন। ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন ওয়েড। ফলে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়ে ওভার শেষ করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ক্রিস জর্ডান ২ উইকেট পেলেও খরচ করেন ৪৪ রান। একটি করে উইকেট নেন মঈন আলি, জোফরা আর্চার, আদিল রশিদ আর লিয়াম লিভিংস্টোন।
২০২ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৪ রান তুললেও এরপর বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি ইংল্যান্ড। ফলে তাদের ইনিংস থামে দেড়শ’র কিছু বেশি রানে। এই সংগ্রহ তুলতে তারা হারায় নিজেদের ৬ সেরা ব্যাটারকে। দুই ওপেনার ফিল সল্ট ২৩ বলে ৩৭ ও জস বাটলার ২৮ বলে করেন ৪২ রান। এরপরের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। মঈন আলি ১৫ বলে ২৫ এবং হ্যারি ব্রুক ১৬ বলে করেন অপরাজিত ২০ রান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ২৩ ও অ্যাডাম জাম্পা ২৮ রান খরচায় নেন ২টি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে