উগান্ডাকে নিয়ে উইন্ডিজের ছেলেখেলা
১০ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ জুন ২০২৪, ১২:০৩ এএম
বড় রান তাড়ায় দ্বিতীয় বলে উইকেট হারানো শুরু। তেমন একটা প্রতিরোধ গড়তে পারলেন না কেউই। আকিল হোসেনের স্পিনে উগান্ডাকে গুঁড়িয়ে দিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে বড় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। টানা চার ওভারের স্পেলে বাঁহাতি স্পিনার ধরলেন আরও শিকার। তিনি নিজে গড়লেন রেকর্ড। একইসঙ্গে উগান্ডাকে গুঁড়িয়ে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করল ওয়েস্ট ইন্ডিজ। গতকাল সকালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে ১৩৪ রানে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৭৪ রানের লক্ষ্য দিয়ে ১২ ওভারে উগান্ডাকে ৩৯ রানে থামিয়ে দিয়েছে তারা।
ক্ষুদ্র সংস্করণের বিশ্ব আসরে এটি যৌথভাবে সর্বনিম্ন। ২০১৪ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে থেমেছিল নেদারল্যান্ডস। ক্যারিবিয়ানদের চেয়ে বিশ্বকাপে বড় জয় আছে কেবল একটি। ২০০৭ আসরে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে এটাই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয়। ২০১৪ বিশ্বকাপে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানের জয় ছিল আগের রেকর্ড। এমনই আরো বেশ কিছু রেকর্ড আর মাইলফলক হয়েছে ম্যাচে। একনজরে দেখে নেওয়া যাক সেসব-
৩৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই সর্বনিম্ন দলীয় স্কোর। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানেই অলআউট হয়েছিল নেদারল্যান্ডস। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উগান্ডার সর্বনিম্ন স্কোর এটি। চলতি টুর্নামেন্টেই তারা আফগানিস্তানের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল ৫৮ রানে।
১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কোনো দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা এটি। ২০১৪ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ৬৮ রানে থামানো ছিল ক্যারিবিয়ানদের আগের রেকর্ড।
১৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে বড় ব্যবধানে জয় মাত্র একটি। ২০০৭ সালে টুর্নামেন্টের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে ১৭২ রানে জিতেছিল শ্রীলঙ্কা। এছাড়া সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয় এটি। ২০১৪ বিশ্বকাপে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছিল তারা।
৬ এই সংস্করণে টানা ছয়টি ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০১২-১৩ মৌসুমে টানা ৭টি ম্যাচ জিতেছিল তারা।
১৭৩ কোনো ব্যাটসম্যানের ফিফটি ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোর। ২০১৪ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোনো ফিফটি ছাড়া ১৬৬ রান করেছিল ক্যারিবিয়ানরা।
১ উগান্ডাকে গুঁড়িয়ে ১১ রানে ৫ উইকেট নেন আকিল। বিশ্বকাপে দেশটির কোনো বোলারের প্রথম ৫ উইকেট এটি। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে স্যামুয়েল বাদ্রির ১৫ রানে ৪ উইকেট ছিল আগের সেরা। সব মিলিয়ে এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সেরা বোলিং আলজারি জোসেফের, ভারতের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট। দুই নম্বরে এখন আকিল। ক্যারিবিয়ানদের প্রথম স্পিনার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিলেন তিনি।
১০ উগান্ডার আউট হওয়া দশ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। বিশ্বকাপে এর আগে এমন ঘটনা দেখা গেছে একবার। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দশ ব্যাটসম্যানই ১০ রানের আগে আউট হয়েছিলেন।
৮ উগান্ডার আট ব্যাটসম্যান এলবিডব্লিউ বা বোল্ড হয়েছেন। অর্থাৎ ফিল্ডারের কোনো সহায়তা লাগেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে ফিল্ডারের সহায়তা ছাড়া এর চেয়ে বেশি আউটের ঘটনা আছে আর একটি। ২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষে স্কটল্যান্ডের ৯ ব্যাটসম্যান এলবিডব্লিউ বা বোল্ড হয়েছিলেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে