হৃদয়ের কাছে অসম্ভব নয় কিছুই
১০ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ জুন ২০২৪, ১২:০৩ এএম
স্বপ্নটা অনেক বড় দেখেন, কদিন আগেই বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় এমন কথা বলেছিলেন সৌম্য সরকার। আর সেই স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব কিছু নয় বলেই ইঙ্গিত দিলেন আরেক টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। পরিশ্রম করলে কোনো কিছুই অসম্ভব নয় বলে বিশ্বাস করেন এই তরুণ। কোনো কিছু অর্জনের জন্য কেউ সত্যিই কঠোর পরিশ্রম করলে তাহলে সবকিছুই পাওয়া সম্ভব বলে বিশ্বাস করেন হৃদয়। বিসিবির এক ভিডিও বার্তায় বলেন, ‘কেউ যদি কিছু চায় এবং তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে তবে সবকিছুই সম্ভব। এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই।’
বিসিবি যখন হৃদয়ের ভিডিও বার্তা পাঠায় তার আগেই স্বস্তির এক জয় নিশ্চিত করে বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে কোনোমতে জয়ের পর যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাগতিকদের কাছে সিরিজ হারে কোণঠাসা ছিল টাইগাররা। প্রস্তুতি ম্যাচেও ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল দলটি। আর স্বস্তির সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন হৃদয়। বাংলাদেশ সময় গতপরশু সকালে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারায় বাংলাদেশ। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন হৃদয়।
এদিন যখন উইকেটে নামেন তখন ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বড় চাপে ছিল বাংলাদেশ। তখন লিটন দাসকে সঙ্গে নিয়ে সেই চাপ সামলে নেন তাওহিদ। ৬৩ রানের জুটিতে হৃদয়ের অবদান ৪০ রান। পাঁচে নেমে ২০ বল মোকাবিলায় আগ্রাসী ব্যাটিংয়ে চারটি ছক্কা ও একটি চার হাঁকান এই ব্যাটার। এর মধ্যে শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার করা একাদশ ওভারেই টানা তিনবার সীমানার ওপারে বল পাঠান তিনি। পরে ম্যাচ শেষে বলেছেন, ‘আমি পরিস্থিতির চাহিদা অনুযায়ী খেলার চেষ্টা করি। দলের যদি দুই বা তিনটি ছক্কার প্রয়োজন হয়, আমি দুটি বা তিনটি ছক্কা মারতাম। যদি দলের প্রয়োজন হয় এক ওভারে ছয়টি ডট, আমি ছয়টি ডট খেলব।’
এক সময় ছক্কা মারতে না পারলেও ধীরে ধীরে তিনি এই বৈশিষ্ট্যটি শিখেছেন হৃদয়। লঙ্কানদের বিপক্ষে অনেকবারই রঙ বদলানো ম্যাচের এক পর্যায়ে লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গার এক ওভারে টানা তিনটি ছক্কা মারেন এই মারকুটে ব্যাটার। তার সেই তিন ছক্কাতেই মোমেন্টাম পেয়ে যায় টাইগাররা। এরপর দ্রুত কিছু উইকেট হারালেও কাক্সিক্ষত জয় পায় বাংলাদেশই। চাপের মুখে পাল্টা আক্রমণকেই উপযুক্ত কৌশল হিসেবে বেছে নেয়া এই হৃদয়ে মুগ্ধ ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হার্শা লিখেছেন, ‘তৌহিদ হৃদয় সম্পর্কে অনেক কিছু শুনেছি এবং সেসব কোনো অতিরঞ্জিত বিষয় নয়। তাকে দেখে একজন বিশেষ খেলোয়াড়ই মনে হচ্ছে।’ পাশাপাশি লিটন দাসের সঙ্গে তার জুটি নিয়েও লিখেছেন অভিজ্ঞ এই ক্রিকেট বিশ্লেষক। তার মতে ভালো খেললেও লিটনের সামর্থ্য আরো বেশি, ‘বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি বিশ্বাস করি, সে সাদা বলে তাদের সেরা ব্যাটার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে