এবার দিলারার ১৬৪, জাহানারার ৫ উইকেট
১১ জুন ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১১ জুন ২০২৪, ১২:০৬ এএম
নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে দিলারা দোলার ঝড়ো সেঞ্চুরিতে সিটি ক্লাবকে ৩৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। আগের ম্যাচে ঘরোয়া ক্রিকেট লিগের যেকোনো ফরম্যাটে ৪০৪ রানের রেকর্ড রানের পর এবার সিটির বিপক্ষে ৪-২ রান করলো আবাহনীর মেয়েরা। গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাব ওমেন্স ক্রিকেট দলের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে আবাহনী। আগের ম্যাচের মত এ ম্যাচেও শুরু থেকেই আক্রমনাতœক ব্যাটিং করে দিলারা। শারমিন সুলতানাকে সাথে নিয়ে ইনিংসের শুরু থেকেই সিটির বোলারদের তুলো ধুনো করেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে তারা দলের খাতায় যোগ করেন ২১৮ রান। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৬৫ রান করে আউট হন শারমিন। তখনও দিলারার ব্যাটে রানের চাকা সচল রাখে আবাহনী। নিজে সেঞ্চুরি তুলে নিয়ে দিলারা যখন আউট হন তখন দলের রান দুই উইকেটে ২৫৪। ৯৫ বলের ইনিংসে ১২টি ছয় ও ৯টি চারের মারে ১৬৪ রান করেন এই ওপেনার। পরে রুবাইয়া হায়তার ঝিলিকের ফিফটিতে শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৪০২ রানের বড় পুঁজি পায় আবাহনী। ঝিলিক ৫৬ বলে করেন ৭০ রান।
বড় স্কোর তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে সিটির মেয়েরা। আবাহনীর অধিনায়ক জাহানার আলম ও শরিফা খাতুনের বিধংসী বোলিংয়ে একে একে উইকেট হারাতে থাকে সিটি ক্লাব। মিশু খান ও আতিকা হোসেন ছাড়া কোনো ব্যাটারই দুই অংকের রান করতে পারেনি। মাত্র ২৫ ওভার ৪ বলে ৫২ রানে গুটিয়ে যায় সিটির ইনিংস। মিশু খান ২০ এবং আতিকা হোসেন করেন ১৩ রান। আবাহনীর জাহানারা আলম ১৬ রান খরচায় পান পাঁচ উইকেট। এছাড়া শরিফা খাতুন দুই রানে পান ২ উইকেট। এই জয়ে ৮ ম্যাচের সাতটি জিতে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে আবাহনী। এখন পর্যন্ত এক ম্যাচ জেতা সিটি ক্লাব ১০ দলের মধ্যে নবম। ৮ ম্যাচের সবকটি জিতে শীর্ষে আছে মোহামেডান।
এদিকে, লিগের আরেক ম্যাচে জয় পেয়েছে বিকেএসপি। গুলশান ইয়ুথ ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে তারা। প্রতিপক্ষকে ১৩৮ রানে গুটিয়ে জয় তুলে নিয়েছে ৪১ বল বাকি থাকতে। গুলশান ইয়ুথ ক্লাবকে দেড়শর আগে থামিয়ে দেওয়ার পথে বড় অবদান রেখে ম্যাচ সেরা হন নিশিতা আক্তার। ২৮ রানে ৩ উইকেট নিয়ে বিকেএসপির সেরা বোলার তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে