‘সাকিবের অবসর নেওয়া উচিত’
১১ জুন ২০২৪, ০৪:০৬ পিএম | আপডেট: ১১ জুন ২০২৪, ০৪:০৬ পিএম
অনেক দিন হলো ব্যাটে-বলে খুব একটা ছন্দে নেই সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন পরিস্থিতিতেও নিজেকে মেলে ধরতে পারেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। হারের দায় তাই তার উপরেও চাপাচ্ছেন অনেকে। তাদেরই একজন বীরেন্দর শেবাগ। সাকিবের ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করে টি-টোয়েন্টি থেকে তাকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের এই কিংবদন্তি ব্যাটার।
চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ ইয়র্কে সোমবার আনরিক নরকিয়াকে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। মাত্র ১১৪ রানের লক্ষ্যে তার আউটেই প্রবল চাপের মধ্যে পড়ে যায় দল। তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ পরে দলকে জয়ের পথে ফেরালেও শেষ পর্যন্ত ৪ রানের হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
ম্যাচ শেষে ক্রিকবাজের আলোচনায় সাকিবের ওপর একপ্রকার ক্ষোভ ঝাড়েন শেবাগ। তার অবসর নেয়া উচিত বলে সরাসরি মন্তব্য করেন বিশ্বকাপজয়ী এই ওপেনার।
‘আমি আগের আসরেই বলেছি, তার (সাকিব আল হাসান) আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা উচিত না।’
‘আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর। কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত, আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভাল হচ্ছে না। দলের জন্য আমি কিছু করতেই পারছি না। তাহলে আমি খেলে কী করব?’
বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হলেন সাকিব। তার কাছ থেকে এমন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং আশা করেন না শেবাগ।
‘আপনি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডন না। আপনি এখন বাংলাদেশি খেলোয়াড়। নিজের মাত্রা অনুযায়ী খেলো। এটা তো আপনার রেগুলার শটই না। ওই পরিস্থিতিতে সে কেনো নরকিয়ার বিপক্ষে পুল শট খেলতে যাবে? ১৭ বছরের বেশি সময় ধরে যার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তারও এই সাধারণ জ্ঞান থাকা দরকার, প্রতি বলেই রান নেয়াই তার দলের জন্য যথেষ্ট ছিল।‘
সাকিবকে বাস্তবতা বোঝাতে নিজের অবসরের প্রসঙ্গ টেনে আনেন শেবাগ। তার মতো সেচ্ছাই অথবা বোর্ডের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার পরামর্শ দিলেন এই ক্রিকেট বিশ্লেষক।
‘যখন শ্রীলঙ্কায় বিশ্বকাপ হচ্ছিল, তখনই আমি বুঝেছি মরনে মরকেল বা আফগানিস্তানের বোলারদের বিরুদ্ধে আমি নিজের মত খেলতে পারছি না। তখনই নির্বাচকদের জানিয়ে দিই, আমাকে যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ বা এই ফরম্যাটে নেয়া না হয়। আমি কেবল ওয়ানডে এবং টেস্ট খেলে যেতে চাই।’
‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড উভয়পক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে। হয় সাকিব নিজ থেকে সরে যাবে অথবা বোর্ড তাকে বাধ্য করবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে