চ্যাম্পিয়ন্স ট্রফিও কি হাইব্রিড মডেলে!
১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম
আইসিসির কাছে চলতি মাসে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে ভারতের সব ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। কিন্তু পাকিস্তানে ভারতীয় দল যাবে কিনা, সেটিই ২০২৫ সালে আয়োজিত হতে যাওয়া টুর্নামেন্টের আগে সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আবারও পাকিস্তানে যেতে মানা করতে পারে ভারত। এর বদলে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা শ্রীলঙ্কায় খেলতে চায় তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল কর্তৃপক্ষ আইসিসির কাছে এমন অনুরোধই করতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।
চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে যাচ্ছে সাত বছর পর। টুর্নামেন্টটির প্রস্তাবিত সময় দেওয়া হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। পাকিস্তানের মাটিতে পুরো আসর আয়োজন করার লক্ষ্য পিসিবির। এজন্য স্টেডিয়ামগুলোতে সংস্কার কাজের মাধ্যমে প্রস্তুতি সেরে নিচ্ছে দেশটি। তবে তাদের আয়োজনে পানি ঢেলে দিতে পারে ভারত। সরকারের অনুমতি না থাকার কারণে ২০০৮ সালের পর ভারতের ক্রিকেট দল পাকিস্তান সফর করেনি। এ সময় পাকিস্তানও আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করেনি। গত বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপের আয়োজক ছিল পিসিবি। ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাদের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায়, যা ‘হাইব্রিড মডেল’ নামে পরিচিতি পায়।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ব্যবস্থায় খেলতে চায় ভারত। বার্তা সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত দলের যাওয়ার সম্ভাবনা খুবই কম। সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তো সেক্ষেত্রে হাইব্রিড মডেল নিয়ে কাজ করা হচ্ছে। ভারত হয়তো তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কায় খেলবে, যেমনটা এশিয়া কাপে হয়েছিল। যদিও আইসিসির এ ব্যাপারে নিজেদের অবস্থান থাকবে। তবে এখন পর্যন্ত আমরা এরকম চিন্তাই করছি। দেখা যাক ভবিষ্যতে কী হয়, মনে হচ্ছে এটা হাইব্রিড মডেলেই খেলা হবে।’
এর আগে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সেই ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ভারত সরকারের সম্মতি পেলেই শুধু পাকিস্তানে যাবেন রোহিত-কোহলিরা, ‘ভারত সরকার যা বলবে, আমরা সেটাই করব। সরকারের অনুমতি পেলে দল পাঠানো হবে।’
খসড়া সূচি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আট দলের এ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারতীয় দলের কাছে এই প্রতিযোগিতার যথেষ্টই গুরুত্ব রয়েছে। কারণ ২০১৩ সালের পর থেকে এই ট্রফি আর হাতে ওঠেনি তাদের। ২০১৭ সালে ফাইনালে উঠলেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার ভারত যদি পাকিস্তানে যেতে না চায়, সেক্ষেত্রে বাধ্য হয়েই আইসিসিকে ম্যাচের ভেনু বদলাতে হবে। সেক্ষেত্রে সমস্যা হবে পাকিস্তানের, কারণ ভারতের সঙ্গে গ্রুপে যে দলগুলো থাকবে তাঁদের ম্যাচও সেক্ষেত্রে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে পাকিস্তান থেকে।
২০০৮ সালের পর থেকে পাকিস্তানে পা রাখেনি ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০১৩ সালে। ভারতের মাটিতে গড়ানো সিরিজটির পর চিরপ্রতিদ্বন্দী দুই দেশের লড়াই আইসিসির টুর্নামেন্টেই শুধু দেখতে পায় ক্রিকেটবিশ্ব। ভারত বার বার বৈরিতা দেখালেও গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ঠিকই গিয়েছিল পাকিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএসএফ সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা