বড় জয়ে অ্যান্ডারসনের বিদায় রাঙালো ইংল্যান্ড
১২ জুলাই ২০২৪, ০৫:৫৯ পিএম | আপডেট: ১২ জুলাই ২০২৪, ০৬:১৫ পিএম
ক্যারিয়ারের শেষ ইনিংসেও আলো ছড়ালেন জেমস অ্যান্ডারসন। তার বিদায়ী ম্যাচে আবির্ভাবের ঘোষণা দিলেন আরেক পেসার গাস অ্যাটকিনসন। তরুণ এই পেসারের বিধ্বংসী বোলিংয়ে তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।
দ্বিতীয় দিন শেষেই মনে হচ্ছিল ইংল্যান্ডের জয় সময়ের ব্যপার। লর্ডসে অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচটি তৃতীয় দিনের প্রথম সেশনেই জিতেছে ইংলিশরা। শুক্রবার তারা ক্যারিবিয়ানদের হারায় ইনিংস ও ১১৪ রানে।
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২১ রানে গুটিয়ে যাওয়া সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে তারা করতে পারে ১৩৬ রান। একমাত্র ইনিংস স্বাগতিকরা করে ৩৭১ রান।
বিদায়ী ইনিংসে ১৬ ওভারে ৭ মেডেনসহ ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। প্রথম ইনিংসে নিয়েছিলেন ১০.৪ ওভারে ৩ মেডেনসহ ২৬ রানে ১ উইকেট।
এই ম্যাচ দিয়েই শেষ হলো অ্যান্ডারসনের ২১ বছরের টেস্ট ক্যারিয়ার। ১৮৮ টেস্টে ২৬.৪৫ গড়ে ৭০৪ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে তিনিই সফলতম পেসার। বর্তমান টেস্ট ক্রিকেটের বাস্তবতায় তার এই রেকর্ড ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে।
সব মিলিয়ে উইকেট শিকারীদের তালিকায় অ্যান্ডারসন তৃতীয় স্থানে। ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়ে সবার উপরে আছেন শ্রীলঙ্কান সাবেক অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার প্রায়াত লেগ স্পিনার শেন ওয়ার্ন।
৪১ বছর বয়সী অ্যান্ডারসন আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন লর্ডস টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। তাই এটি হয়ে যায় অ্যান্ডারসনের টেস্ট। ম্যাচটি নিজের মতো করেই রাঙিয়েছেন তিনি। আগের দিন ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে প্রথম আঘাত হেরেছিলেন তিনি। উড়িয়ে দিয়েছিলেন ক্রেইগ ব্রাথওয়েটের মিডল স্টাম্প।
এদিনও ক্যারিবীয় ইনিংসে প্রথম আঘাত হানেন অ্যান্ডারসন। কল্পিত চতুর্থ স্টাম্প বরাবর করা তার বলটি জসুয়া ডি সিলভার ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় জেমি স্মিথের গ্লাভসে।
অ্যান্ডারসনের টেস্টের নায়ক অবশ্য অ্যাটকিনসন। আলজারি জোসেফ ও সামার জোসেফের উইকেটের পর জেইডেন সিলসের উইকেটও নিয়ে গুটিয়ে দেন ক্যারিবীয়দের। পূরণ করেন ইনিংসে ৬১ রানে ৫ উইকেট। প্রথম ইনিংসে এই অভিষিক্ত পেসার নিয়েছিলেন ৪৫ রানে ৭ উইকেট। ম্যাচে ১২ উইকেট নিয়ে তিনিই হন ম্যাচ সেরা।
ট্রেন্ট ব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার। ওই ম্যাচ দিয়ে শুরু হবে পেস বোলিং গ্রেট অ্যান্ডারসনকে ছাড়া ইংল্যান্ডের নতুন পথচলা।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১২১
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৭১
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৩৬ (আগের দিন ৭৯/৬) (জশুয়া ৯, আলজারি জোসেফ ৮, মোটি ৩১*, শামার জোসেফ ৩, সিলস ৮; অ্যান্ডারসন ১৬-৭-৩২-৩, ওকস ৭-৩-১১-০, অ্যাটকিনসন ১৪-২-৬১-৫, স্টোকস ১০-৪-২৫-২)
ফল: ইংল্যান্ড ইনিংস ও ১১৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: গাস অ্যাটকিনসন
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ইংল্যান্ড
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না: শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা