জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ ভারতের
১৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন বোলাররা। পরে ইয়াসভি জয়সওয়াল ও শুবমান গিলের অবিচ্ছিন্ন ওপেনিং জুটিই পেরিয়ে গেল সেই রান। স্বাগতিক জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জিতে নিল সফরকারী ভারতও।
হারারে স্পোর্টস ক্লাবে শনিবার চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৫৩ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখে পূরণ করে দলটি।
এই সংস্করণে দ্বিতীয়বারের মতো ১০ উইকেটের জয় পেল ভারত। প্রথমটিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৬ সালে এই হারারেতেই।
এই জয়ে ৫ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে নিশ্চিত করল ভারত।
প্রথম ওভার থেকেই জিম্বাবুয়ের উপর চড়াও হয় ভারত। রিচার্ড নাগরাভাকে চারটি বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন জয়সওয়াল। সেই শুরু। এরপর দুজন রান তুলেছেন বানের জলের মতো। ৪ ওভারেই রান আসে ৫৩। এরপর জিম্বাবুয়ে কয়েকটা ভালো ওভার করলেও দুই ওপেনারকে আটকানো যায়নি।
টি-টোয়েন্টি ক্রিকেটে আজ জয়সোয়াল পেয়েছেন পঞ্চম ফিফটি। তাঁর ১৮ ইনিংসের ক্যারিয়ারে আছে ১টি সেঞ্চুরিও। এই সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া গিলও পেয়েছেন টানা দ্বিতীয় ফিফটি।
২৯ বলে ফিফটি করেন জয়সওয়াল। সেই তুলনায় গিল ছিলেন শান্ত। অধিনায়ক ফিফটিতে পৌঁছান ২৯ বলে। অল্পের জন্য সেঞ্চুরি হয়নি জয়সওয়ালের। শেষ পর্যন্ত ৫৩ বলে ১৩টি ছয় ও ২ ছক্কায় অপরাজিত ৯৩ রান করে ম্যাচসেরা হন তিনি। ৩৯ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন গিল।
টসে হেরে ব্যাটে নামা জিম্বাবুয়ের শুরুটা ছিল সাবধানী। নবম ওভারে বিচ্ছিন্ন হয়েছে তাদের ওপেনিং জুটি। সেই হিসাবে রান আসেনি। ৬৩ রানের ওপেনিং জুটির পর একশ রানের মধ্যে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর আবার তারা পায় ৪৫ রানের জুটি। ২৮ বলে দলীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৪৬ রান করেন দলপতি সিকন্দার রাজা।
৪ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন খলির আহমেদ। অভিষেকে ৩ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন তুষার দেশপান্ডে। একটি করে শিকার ধরেন ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা ও শিভাব দুবেও।
একই মাঠে ও সময়ে রোববার হবে সিরিজের শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫২/৭ (মাধেভেরে ২৫, মারুমানি ৩২, বেনেট ৯, রাজা ৪৬, ক্যাম্পবেল ৩, মায়ার্স ১২, মাডান্ডে ৭, ফারাজ ৪*; খালিল ৪-০-৩২-২, তুষার ৩-০-৩০-১, বিষ্ণই ৪-০-২২-০, ওয়াশিংটন ৪-০-৩২-১, আভিশেক ৩-০-২০-১, দুবে ২-০-১১-১)
ভারত: ১৫.২ ওভারে ১৫৬/০ (জয়সওয়াল ৯৩*, গিল ৫৮*; এনগারাভা ৩-০-২৭-০, মুজারাবানি ৩.২-০-২৫-০, চাটারা ২-০-১৬-৩, মুজারাবানি ৪-০-১৭-১, জঙ্গুয়ে ৪-০-২৮-১, রাজা ৪-০-২৫-৩)
ফল: ভারত ১০ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ৩-১-এ এগিয়ে ভারত
ম্যান অব দা ম্যাচ: ইয়াসভি জয়সওয়াল
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএসএফ সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা