অস্ট্রেলিয়ায় আফিফ-তানজিদদের আবারও হার
১৬ আগস্ট ২০২৪, ০৮:০৯ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ০৮:১০ পিএম
ব্যাট হাতে ব্যর্থতার ধারা অব্যহত রেখেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেন ও তানজিদ হাসান। অস্ট্রেলিয়া সফরে ৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এইচপি দলও পেয়েছে তৃতীয় হারের লজ্জা।
টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে শুক্রবার পাকিস্তান শাহিনসের কাছে ৩ উইকেটে হেরেছে এইচপি দল। পঞ্চম ম্যাচে তৃতীয় হারে সেমিফাইনালের পথ কঠিন হয়ে পড়েছে আকবর আলির নেতৃত্বাধীন দলটির।
নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে জিতলেও পরের দুই ম্যাচে যথাক্রমে- তাসমানিয়া টাইগার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে যায় এইচপি দল। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছিলো এইচপি দল।
পার্থ স্কোর্চার্সের বিপক্ষে শনিবার লিগ পর্বে এইচপির শেষ ম্যাচটি বাঁচা-মরার। তবে জিতলেই যে সেমিফাইনাল নিশ্চিত হবে এইচপির এমন নয়, টুর্নামেন্টের অন্যান্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাদের।
ডারউইনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৮ রানে ৫ উইকেট পতনে বড় স্কোর দাঁড় করাতে পারেনি এইচপি। জিশান আলম শুন্য, তানজিদ হাসান ১৮, পারভেজ হোসেন ইমন ২৭, আফিফ হোসেন ৪ ও অধিনায়ক আকবার আলি ১ রানে আউট হন।
প্রথম দশ ওভারের চাপ পরবর্তীতে দারুনভাবে সামলে উঠেন শামিম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি। ষষ্ঠ উইকেটে ৬৪ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এইচপিকে সম্মানজনক সংগ্রহ এনে দেন তারা। ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান পায় এইচপি।
৫টি চারে ৩৮ বলে অপরাজিত ৪৪ রান করেন শামিম। ৩২ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩২ বলে অনবদ্য ৪১ রান করেন রাব্বি। পাকিস্তান শাহিনসের ফয়সাল আকরাম ১০ রানে ৩ উইকেট নেন।
১৪২ রানের টার্গেটে উদ্বোধনী জুটিতে ৪৭ রানের সূচনা করে পাকিস্তান। ৬৫ রানের মধ্যে পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন ঘটিয়ে লড়াইয়ে ফিরে এইচপি। চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটিতে পাকিস্তানের স্কোর ১১১ রানে নিয়ে দলকে জয়ের পথে রাখেন ওমাইর ইউসুফ ও উসমান খান। এরপর ১২ রানের ব্যবধানে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে এইচপি। ১২৩ রানে সপ্তম উইকেট হারায় পাকিস্তান। কিন্তু অষ্টম উইকেটে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে হারের স্বাদ দেন ইরফান খান ও জাহানদাদ খান। ইরফান ৯ ও জাহানদাদ ১১ রানে অপরাজিত থাকেন। এইচপির রিপন মন্ডল, রাকিবুল হাসান, রাব্বি ও মুকিদুল ইসলাম ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এইচপি: ২০ ওভারে ১৪১/৫ (জিসান ১, তানজিদ ১৮, পারভেজ ২৭, আফিফ ৪, আকবর ১, শামীম ৪৪*, মাহফুজুর ৪১*; আব্বাস ৪-০-৩৭-১, মুবাশশির ৪-০-২১-১, ইমরান ৪-০-৩৪-০, ফয়সাল ৪-০-১০-৩, জাহানদাদ ৪-০-৩৪-০)
পাকিস্তান শাহিনস: ১৮.৫ ওভারে ১৪৩/৭ (সাহিবজাদা ১৭, হারিস ৩২, ফাসিহ ৯, ইউসুফ ৩৭, উসমান ১৯, মুবাশশির ২, ইরফান ৯*, আব্বাস ০, জাহানদাদ ১১*; রিপন ৪-০-২৭-১, আবু হায়দার ৩-০-৩১-০, রকিবুল ৪-০-২৩-১, মাহফুজুর ৪-০-২৬-১, মুকিদুল ৩.৫-০-৩৩-১)
ফল: পাকিস্তান শাহিনস ৩ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মাহফুজুর রহমান
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত
নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান
বাঘায় শহিদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব আসেনি: চিফ প্রসিকিউটর
প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে উপহার ও সনদ তুলে দিলেন অতিথিরা
মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত