মাহফুজুরের টর্নেডো ইনিংস, সেমিফাইনালে বাংলাদেশ এইচপি
১৭ আগস্ট ২০২৪, ০২:৪৮ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ০৩:০৪ পিএম
ছোট রান তাড়ায় দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছিল দল। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুললেন মাহফুজুর রহমান। শঙ্কা কাটিয়ে অস্ট্রেলিয়ার টপ এন্ড সিরিজের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ এইচপি দল।
টুর্নামেন্টে টিকে ধাকার লড়াইয়ে পার্থ স্কর্চার্সকে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ এইচপি। ৩ বল হাতে রেখে ১৩০ রানের লক্ষ্য স্পর্শ করে আকবর আলির নেতৃত্বাধীন দলটি।
শেষ ৩ ওভারে এইচপির দরকার ছিল ৩৬ রান। কিটন ক্রিচেলের প্রথম বলে বাউন্ডারি হাঁকান মাহফুজুর। পরের দুই বল ওড়ান ছক্কায়। এরপর অন্য প্রান্তে শামীম হোসেন আউট হলেও জয় নিয়েই মাঠ ছাড়েন মাহফুজুর। বাঁহাতি স্পিনে ৪ ওভারে ২৬ রান দেওয়ার পর মাত্র ১৩ বলে তিনি করেন ৩২ রান।
প্রথম পর্বের ছয় ম্যাচে বাংলাদেশের তৃতীয় জয় এটি। ৯ দলের টুর্নামেন্টে তিন নম্বরে থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস ('এ' দল)।
রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল খুবই বাজে। দ্রুত ফেরেন তানজিদ হাসান (১) ও পারভেজ হোসেন (৯ বলে ০)। ব্যর্থতার আবর্তে থাকা আফিফ হোসেন জায়গা সুযোগ পেয়েছিলেন আরিফুল ইসলাম। সুযোগটা কাজে লাগাতে পারেনি। ৬ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৫ রান!
চতুর্থ উইকেটে ৩২ বলে ৩৯ রানের জুটি গড়েন আকবর ও জিসান আলম। ভুল বোঝাবুঝিতে রান আউট বিচ্ছিন্ন হয় জুটি। জিসান পেরেন ২৬ বলে ২৬ রান করে।
দুই ওভার পর আকবরও ফিরলে বিপদ বাড়ে। ৩২ বলে ১টি চার ও ৩ ছক্কায় ৩৫ রান আসে অধিনায়কের ব্যাট থেকে।
আবু হায়দারও কিছু করতে পারেনি। এরপর আটে নেমে মাহফুজুরের সেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ইনিংস। শামীমের সঙ্গে মাহফুজুরের কার্যকরী জুটিতে মাত্র ১৫ বলে আসে ৩১ রান। শেষ ওভারে বাকি থাকা ৮ রানের মধ্যে প্রথম বলেই বাউন্ডারি মারেন মাহফুজুর। পরের দুই বলে শেষ হয়ে যায় ম্যাচ।
পার্থর হয়ে দুর্দান্ত বোলিংয়ে ম্যাথু কেলি ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় নেন ৩ উইকেট। এছাড়া ২২ রানে ২ শিকার ধরেন ঝাই রিচার্ডসন।
এই মাঠেই রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় সেমি-ফাইনালের ম্যাচে লড়বে বাংলাদেশ এইচপি।
সংক্ষিপ্ত স্কোর:
পার্থ স্কর্চার্স: ২০ ওভারে ১২৯/৫ (ওয়াসলি ৫, ওয়ালি ৫৬, হল্ট ৩৪, ফ্যানিং ৪, কার্টিস ৫, ক্রিচেল ১৭*, স্পোরস ২*; রিপন ৪-০-১৯-২, আবু হায়দার ৪-০-৩০-১, রকিবুল ৪-০-২৭-২, মাহফুজুর ৪-০-২৬-০ আলিস ৪-০-২৩-০)
বাংলাদেশ এইচপি: ১৯.৩ ওভারে ১৩০/৭ (জিসান ২৬, তানজিদ ১, পারভেজ ০, আরিফুল ২, আকবর ৩৫, শামীম ১৬, আবু হায়দার ৭, মাহফুজুর ৩২*, রকিবুল ১*; রিচার্ডসন ৪-০-২২-২, কেলি ৪-০-৮-৩, জ্যাকসন ৩-০-১৭-০, স্পোরস ৪-০-৪০-০, পাওয়ার ৩-০-১০-১, ক্রিচেল ১.৩-০-২৮-০)
ফল: বাংলাদেশ এইচপি ৩ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: টিগ ওয়ালি
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত
নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান
বাঘায় শহিদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব আসেনি: চিফ প্রসিকিউটর
প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে উপহার ও সনদ তুলে দিলেন অতিথিরা
মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি