দ্বিতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে ইংলিশরা
৩১ আগস্ট ২০২৪, ০২:০৩ এএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৪, ০২:০৫ এএম
ম্যানচেস্টারে আজ দ্বিতীয় দিনের সকালে সবার চোখ ছিল গাস আ্যটকিনসনের দিকে।কাল ইংল্যান্ডকে বড় সংগ্রহের ভীত গড়ে দেওয়া এই পেসার ৭৪ রানে অপরাজিত থেকে আজ মাঠে নেমেছিলেন।টেস্ট ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতককে আ্যটকিনসন সেঞ্চুরিতে রুপান্তর করতে পারেন কিনা তা নিয়েই আগ্রহ ছিল সবার। এই তরুণ শুধু সেটি করলেনই না,থামলেন ফার্স্টক্লাস ক্রিকেটে নিজের রেকর্ড সর্বোচ্চ ইনিংস খেলে। আর তাতে চারশো ছাড়িয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে শ্রীলংকার ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিনে শেষে টেস্ট জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড।
সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৪২৭ রানে। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় স্রেফ ১৯৬ রানে।লঙ্কানদের ফলো অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড দিন শেষ করে ১ উইকেটে ২৫ রানে। প্রথম ইনিংসের ২৩১ রানের লিড মিলিয়ে স্বাগতিকরা এগিয়ে আছে ২৫৬ রানে।
ইংল্যান্ড আজ ব্যাটিংয়ে নেমেছিল ৭ উইকেটে ৩৫৮ রান নিয়ে।আলআউট হওয়ার আগ্ব দ্বিতীয় দিনে এরপর ৬৯ রান যোগ করে ইংল্যান্ড।
৭৪ রান নিয়ে দিন শুরু করা অ্যাটকিনসন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন ১০৩ বলে, লর্ডসে যা ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি।গত মাসে এই মাঠে টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে প্রথম ইনিংসে ৭ উইকেট ও ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন তিনি।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছেন এই ইংল্যান্ড পেসার। এর আগে এই কীর্তি ছিল গাবি অ্যালেন (ইংল্যান্ড), কিথ মিলার (অস্ট্রেলিয়া), ইয়ান বোথাম (ইংল্যান্ড), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ও ক্রিস ওকসের (ইংল্যান্ড)। তবে এক জায়গায় বোথাম ও অ্যাটকিনসন ব্যতিক্রম। তাঁরা দুজনই লর্ডসে সেঞ্চুরি ও ১০ উইকেট পেয়েছেন এক মৌসুমে। বোথাম এই কীর্তি গড়েন ১৯৭৪ সালে। আর অ্যাটকিনসন এ বছর।
বড় রানের জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলংকা। এক কামিন্দু মেন্ডিস ছাড়া কেউ সুবিধা করতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে ব্যাটে এদিনও লড়েছেন আগের ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া মেন্ডিস।খেলেছেন ৭৪ রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮ ইনিংস ব্যাটিং করে ৬ ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি। সেঞ্চুরি আছে তিনটি।
স্বাগতিকদের হয়েঅ্যাটকিনসন, পটস, ক্রিস ওকস, অলি স্টোন- চার পেসারই নেন ২টি করে উইকেট।
দিনের শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ড্যান লরেন্সকে হারায় ইংল্যান্ড। শ্রীলঙ্কা উইকেটটি পায় রিভিউ নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪২৭ ও ২৫/১ (ডাকেট ১৫*, লরেন্স ৭; কুমারা ১/১০)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৯৬/১০ (মেন্ডিস ৭৪, চান্ডিমাল ২৩; ওকস ২/২১, পটস ২/১৯)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম
জয়া ও তার কুকুর একই অসুখে ভুগছে
বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় দিলো আদানি
যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে গাজাবাসীর মলিন প্রত্যাবর্তন
ভাঙ্গা - পুখুরিয়া মধুমতি এক্সপ্রেস ট্রেন আটঁকিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ পুরো রেললাইন মিছিলের নগরী
যে কারণে সাইফকে ছুরিকাঘাতের ঘটনা বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে
শান্তি আলোচনা ব্যর্থ : কলম্বিয়ায় বিদ্রোহী হামলায় নিহত অন্তত ৮০
নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত অন্তত ৮৬,আহত আরও ৫৫
ভারত থেকে পালিয়ে আসা প্রেমিক-প্রেমিকা আটক
কোটা না মেধা স্লোগানে উত্তাল ঢাবি-ঢামেক ও ঢাকা কলেজ
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ৯০ ফিলিস্তিনি, গাজার যুদ্ধবিরতির নতুন অধ্যায়
ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাছ লুটে নেন বিএনপি কর্মী, ভিডিও ভাইরাল
মেডিকেলে চান্স পেয়েছেন ছাগলনাইয়ার শিক্ষক দম্পতির মেয়ে
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত