মাসুদ-শফিকে পাকিস্তানের দিন
০৮ অক্টোবর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৭ এএম
চার বছরের খরা কাটিয়ে সেঞ্চুরির স্বাদ পেলেন শান মাসুদ। আগের ১০ ইনিংসে সাতবার দুই অঙ্ক ছোঁয়ার আগে ফেরার পর এবার শতকের দেখা পেলেন আব্দুল্লাহ শফিকও। দুজনে উপহার দিলেন আড়াইশ ছাড়ানো জুটি। প্রথম দিন তিনশ ছাড়িয়ে গেল পাকিস্তানের সংগ্রহ। মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বড় সংগ্রহের পথে আছে পাকিস্তান। গতকাল প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩২৮ রান। চার বছর ও ২৭ ইনিংস পর সেঞ্চুরির স্বাদ পেয়ে ১৭৭ বলে ১৫১ রান করেন মাসুদ। পাকিস্তান অধিনায়কের ইনিংস গড়া ১৩ চার ও ২ ছক্কায়। ১৮৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রান করেন শফিক। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২৫৩ রান।
থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সাবেক অধিনায়ক বাবর আজম (৭১ বলে ৩০)। টেস্টে এই নিয়ে টানা ১৭ ইনিংসে পঞ্চাশ ছুঁতে ব্যর্থ হলেন তিনি। ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম দুই সেশনে ¯্রফে একটি উইকেট নিতে পারে ইংল্যান্ড। তৃতীয় সেশনে ৩ উইকেট নিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে তারা। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ১২২ রান করা পাকিস্তান দ্বিতীয় সেশনে বিনা উইকেটে করে ১১১। তৃতীয় সেশনে ৯৫ রান করতে হারায় ৩ উইকেট।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিং নিয়ে পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। পঞ্চম ওভারে তারা হারায় সাইম আইয়ুবকে। লেগ স্টাম্পের বাইরে গাস অ্যাটকিনসনের ব্যাক অব লেংথ ডেলিভারিতে কিপারের গøাভসে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান। শুরুর ধাক্কা সামলে বড় জুটি গড়ে তোলেন মাসুদ ও শাফিক। ১৬ রানে মাসুদকে এলবিডবিøউ দিয়েছিলেন আম্পায়ার, রিভিউ নিয়ে বাঁচেন ব্যাটসম্যান। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি পূর্ণ করেন তিনি ৪৩ বলে। অফ স্পিনার শোয়েব বশিরকে পরপর চার ও ছক্কায় ৭৭ বলে পঞ্চাশে পা রাখেন শফিক।
দ্বিতীয় সেশনে মাসুদ সেঞ্চুরি পূর্ণ করেন ১০২ বলে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিসবাহ-উল-হাকের ৫৬ বলে সেঞ্চুরির পর টেস্টে পাকিস্তানের কারও দ্রæততম সেঞ্চুরি এটিই। পাকিস্তানের অধিনায়ক হিসেবে দ্বিতীয় দ্রæততম সেঞ্চুরি এটি। দ্রæততম মিসবাহর ৫৬ বলের সেঞ্চুরিটি। মাসুদের ক্যারিয়ারের পঞ্চম ও অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি এটি। চতুর্থটি করেছিলেন ২০২০ সালের অগাস্টে, ইংল্যান্ডের বিপক্ষেই ম্যানচেস্টারে ১৫৬।
তৃতীয় সেশনের শুরুতে ৯৪ থেকে জ্যাক লিচকে ছক্কা মেরে শাফিক সেঞ্চুরি তুলে নেন ১৫৬ বলে। ২০ টেস্টের ক্যারিয়ারে তার পঞ্চম সেঞ্চুরি এটি। ১৭ বলের মধ্যে বিদায় নেন দুই থিতু ব্যাটসম্যানই। শাফিককে ফিরিয়ে ৩৩৮ বল স্থায়ী জুটি ভাঙেন অ্যাটকিনসন। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করে পয়েন্টে ক্যাচ দেন ২৪ বছর বয়সী ওপেনার। শফিক ও মাসুদের ২৫৩ রানের জুটি পাকিস্তানের হয়ে দ্বিতীয় উইকেটে চতুর্থ সর্বোচ্চ জুটি।
বাঁহাতি স্পিনার লিচকে ফিরতি ক্যাচ দিয়ে থামেন মাসুদ। চতুর্থ উইকেটে সাউদ শাকিলের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে দিনের শেষের আগের ওভারে বিদায় নেন বাবর। ক্রিস ওকসের বলে এলবিডবিøউ হন তিনি। ‘নাইটওয়াচম্যান’ নাসিম শাহকে নিয়ে বাকি সময়টুকু কাটিয়ে দেন শাকিল। ৭৩ বলে ৩৫ রানে অপরাজিত আছেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নওগাঁয় নিয়ামতপুরে জমি বন্ধক নেয়াকে কেন্দ্র করে ভ্যানচালককে মারপিট- থানায় মামলা
নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত
উত্তরা রাজউক মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিভাবকদের মানববন্ধন
লীলাবতী ছেড়ে আজ বাড়ি যাবেন সাইফ
প্রায় ৩০ বছর পরে বরিশালে জামায়াতের প্রকাশ্য সম্মেলন
ঢাবির বৃহত্তর চাটগাঁইয়া পরিবার, বিজয় একাত্তর হলের নেতৃত্বে শরীফ এবং জাহিদ
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উষ্ণ, ৩ বিলিয়ন ডলার বাণিজ্যের আশা
উল্লাপাড়ায় হাত পা বাঁধা তরুণের লাশ উদ্ধার
কাপ্তাই উপজেলা আ'লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীসহ ২জন গ্রেফতার
‘এনজিও সেল’ গঠন করলো নাগরিক কমিটি
রিসোর্টে জোর করে বিয়ে দেওয়ায় সমালোচনার ঝড়
টঙ্গীতে র্যাব অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৯
এক যুগ পর রাঞ্জি ট্রফিতে কোহলি
‘গোপালী’কোটায় পূর্বাচলে প্লট পান হাসিনার পিয়ন ওয়ালিদ-রনি
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ এর সমন্বয় সভা অনুষ্ঠিত
বাজারের জমি অধিগ্রহণ না করেই ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন
বেনজীরের সাভানা ইকো পার্কে এনবিআরের ১৫ সদস্যের গোয়েন্দা টিম
এবার জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের
ট্রাম্পের অভিষেক নিয়ে ‘বিভক্ত’ আমেরিকানরা
সদরপুরে মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্র আসিফের