টি-টোয়েন্টিকে মাহমুদউল্লাহর বিদায়
০৮ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পিএম
গত কয়েক দিন ধরেই চলছিল কানাঘুষা। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। ভারতের বিপক্ষে চলমান সিরিজ দিয়েই শেষ হতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার।
বুধবার দিল্লিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এর আগের দিন সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী এই ব্যাটার।
"এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের বিশ্বকাপের (টি-টোয়েন্টি) কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।’
টেস্ট থেকে অবসরের ঘোষণা অবশ্য আনুষ্ঠানিকভাবে দেননি তিনি। ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর সাদা পোশাকে আর দেখা যায়নি তাকে। তবে ওই টেস্ট চলার সময় ড্রেসিং রুমে সতীর্থদের তিনি জানান, টেস্টে আর খেলবেন না। সতীর্থরাও পরে তাকে মাঠে 'গার্ড অব অনার' দেন। এবার বিদায় বললেন টি-টোয়েন্টিকে। বাকি রইল ওয়ানডে। গুঞ্জন আছে, আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এক দিনের ক্রিকেটকেও বিদায় বলবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
মাহমুদউল্লাহ টেস্ট খেলেছেন ৫০টি। ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচ খেললে টি-টোয়েন্টি ক্যারিয়ার থামবে ১৪১ ম্যাচে। ২০০৭ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল তার পথচলা। ১৭ বছর পর সব ঠিক থাকলে তার বিদায়ী ম্যাচটি হবে হায়দরাবাদে।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ড তারই। এই সংস্করণে দেশকে সবচেয়ে বেশি নেতৃত্বও দিয়েছেন তিনি, ৪৩ ম্যাচে। দেশের একমাত্র ফিল্ডার হিসেবে এই সংস্করণে নিয়েছেন ৫০ ক্যাচ।
১২৮ ইনিংস রান করেছেন ২ হাজার ৩৯৫। ফিফটি করেছেন ৮টি, স্ট্রাইক রেট ১১৭.৭৪। এই সংস্করণে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি রান করেছেন কেবল সাকিব আল হাসানের (২ হাজার ৫৫১)। বল হাতে ৪০টি উইকেটও নিয়েছেন মাহমুদউল্লাহ।
তবে ফর্মটা ইদানিং ভালো যাচ্ছে না তার। বোলিংয়ে কার্যকারিতা অনেক দিন ধরেই কম। ব্যাট হাতে সবশেষ ১০ টি-টোয়েন্টিতে নেই ফিফটি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ইনিংস মিলিয়ে রান করেছিলেন তিনি মোটে ৯৫। স্ট্রাইক রেট ছিল মাত্র ৯৪.০৫।
বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে প্রথম এই সংস্করণে খেলতে নামে বাংলাদেশ। সেখানে প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ আউট হন ১ রান করে। এরপর এলো বিদায়ের ঘোষণা।
২০১৮ সালের নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় ১৮ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রিয়াদ। যা ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসেরই সেরা ইনিংসগুলোর একটি। শেষদিকে চার বলে যখন প্রয়োজন ১২ রান, তখন ইসুরু উদানার বলে দর্শনীয় দুটি শটে মাহমুদউল্লাহর চার ও এক বল পর ফ্লিক করে অসাধারণ ছক্কা বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসিয়েছিল।
অন্যদিকে বাংলাদেশের অনেক করুণ পরাজয়েরও অন্যতম সাক্ষি তিনি। ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে ম্যাচে শেষদিকে একপর্যায়ে ৩ বলে ২ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। তখন হার্দিক পান্ডিয়াকে হাঁকাতে গিয়ে আউট হন মুশফিক ও মাহমুদউল্লাহ। বাংলাদেশ হেরে বসে ১ রানে। যে হারের বেদনা দীর্ঘদিন স্থায়ী ছিল বাংলাদেশের লক্ষ কোটি ক্রিকেট প্রেমীদের মনে।
বিদায়বেলা দুই স্মৃতিই মনে করিয়ে দিলেন মাহমুদউল্লাহ। ফরম্যাটটিতে নিজের সবচেয়ে পছন্দের ও হতাশার দুটি স্মৃতি স্মরণ করতে গিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে হতাশার মুহূর্ত ছিল ২০১৬ বিশ্বকাপে ভারতের কাছে হার। সেটি ছিল আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আর সবচেয়ে সেরা মুহূর্ত পেয়েছি (শ্রীলঙ্কায়) নিদহাস ট্রফিতে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাবির বৃহত্তর চাটগাঁইয়া পরিবার, বিজয় একাত্তর হলের নেতৃত্বে শরীফ এবং জাহিদ
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উষ্ণ, ৩ বিলিয়ন ডলার বাণিজ্যের আশা
উল্লাপাড়ায় হাত পা বাঁধা তরুণের লাশ উদ্ধার
কাপ্তাই উপজেলা আ'লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীসহ ২জন গ্রেফতার
‘এনজিও সেল’ গঠন করলো নাগরিক কমিটি
রিসোর্টে জোর করে বিয়ে দেওয়ায় সমালোচনার ঝড়
টঙ্গীতে র্যাব অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৯
এক যুগ পর রাঞ্জি ট্রফিতে কোহলি
‘গোপালী’কোটায় পূর্বাচলে প্লট পান হাসিনার পিয়ন ওয়ালিদ-রনি
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ এর সমন্বয় সভা অনুষ্ঠিত
বাজারের জমি অধিগ্রহণ না করেই ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন
বেনজীরের সাভানা ইকো পার্কে এনবিআরের ১৫ সদস্যের গোয়েন্দা টিম
এবার জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের
ট্রাম্পের অভিষেক নিয়ে ‘বিভক্ত’ আমেরিকানরা
সদরপুরে মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্র আসিফের
রাউজানে সমন্বয়ক রাফির ওপর হামলা, থানায় অভিযোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিকেলে শুরু
মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার