এ কোন মিরপুর!
০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম
উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে দুর্বার রাজশাহী ৩ উইকেটে করল ১৯৭। জবাব দিতে নেমে ১১ বল হাতে রেখে ৬ উইকেটে ২০০ করে ম্যাচটি জিতে নেয় ফরচুন বরিশাল। রাতের ম্যাচে রংপুর রাইডার্স ৬ উইকেট হারিয়ে তোলে ১৯১। তবে শেষ পর্যন্ত ব্যাট করে ১৫১ রানেই থামে ৯ উইকেট হারানো ঢাকা ক্যাপিটালস। গতকাল ৪ উইকেটে ২০৩ রান তোলা খুলনা টাইগার্সের জবাব দিতে নেমে ৭ বল আগে ১৬৬ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম কিংস। আর লো স্কোরিং রাতের ম্যাচটিও ছাড়িয়েছে দেড়শ’র কোটা। রংপুরের দেয়া ১৫৫ রানের জবাবে ১২১ রানেই গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ৪টি টি-টোয়েন্টি ম্যাচের ৮ ইনিংসে রান হয়েছে ১৩৮৪, ভাবা যায়!
এমন নয় যে টি-টোয়েন্টি ম্যাচে শেরেবাংলা স্টেডিয়াম এর আগে ১৯০-২০০ রান দেখেনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই ২০০ হয়েছে তিনবার, ১৯০ বা তার ওপর ধরলে সংখ্যাটা ১০। এই বিপিএলেই এক ইনিংসে সর্বোচ্চ রান উঠেছে ২১৮, দুই শর ওপরে তো হয়েছে অনেকবারই। তারপরও এবারের বিষয়টি আলোচনায় আসার কারণ, এখন পর্যন্ত হওয়া চার ম্যাচের টানা তিন ম্যাচেই বড় রান দেখেছে এবারের বিপিএল।
আগের দিন প্রথম ম্যাচে রাজশাহী ১৯৭ রান করেও ঠেকাতে পারেনি বরিশালকে। ১৮.১ ওভারেই ৪ উইকেটে ম্যাচ জিতেছে তারা। ম্যাচে ব্যাটসম্যানরা মেরেছেন মোট ২৯টি ছক্কা। রাজশাহীর ছক্কা ১৪টি, বরিশালের ১৫টি। বিপিএল ইতিহাসে এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা দেখেনি কখনো। তবু অবশ্য নতুন রেকর্ড হয়নি। বরিশাল-রাজশাহী মিলে ছুঁয়েছে রেকর্ড। এর আগে আরেকটি ২৯টি ছক্কার ম্যাচও যে দেখেছে বিপিএল। ম্যাচে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন রাজশাহীর ইয়াসির আলী। বরিশালের ফাহিম আশরাফের ছক্কা ৭টি। এ ছাড়া এনামুল হক ৫টি, মাহমুদউল্লাহ ৪টি, শাহিন আফ্রিদি ৩টি, তামিম ইকবাল ও মোহাম্মদ হারিস ১টি করে ছক্কা মেরেছেন।
গতকাল অঙ্কন ইসলামের দ্রুততম (১৮ বলে) ফিফটিতে খুলনা টাইগার্সের ৪ উইকেটে ২০৩ রানের জবাবে ৭৫ রানে ৮ উইকেট হারিয়েও চিটাগং কিংস শেষ পর্যন্ত করেছে ১৬৬ রান। খুলনার বোলারদের দাপটের মধ্যেও চিটাগংয়ের শামীম হোসেন ঠিকই ৩৮ বলে ৭৮ রান করেছেন ৫ ছক্কা আর ৭ বাউন্ডারিতে। চিটাগং কিংসের ব্যাটিং-ব্যর্থতার দায় যে উইকেটের নয়, সেটি শামীমের ব্যাটিংয়েই পরিষ্কার। কৃতিত্বটা খুলনার বোলারদের ভালো বোলিংকেই দিতে হবে। অর্থাৎ মিরপুরের উইকেট শুধুই ব্যাটিংবান্ধব, তা বলা যাবে না। চাইলে বোলাররাও পারছেন উইকেটের ফুল ফোটাতে। বরিশালও যেমন কাল ম্যাচ জয়ের আগে ৬১ রানে হারিয়েছিল ৫ উইকেট।
বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের চোখে, বিপিএলে এবার এখন পর্যন্ত মিরপুরের উইকেট দেখাচ্ছে তার সেরা রূপ। আজ নতুন বছরের প্রথম দিনে ৭১-এ পা দিতে যাওয়া রকিবুল বলেলেন, ‘উইকেট অত্যন্ত ভালো। কাল (গতপরশু) দুই ম্যাচেই ব্যাটসম্যানরা রান পেয়েছে, আবার বোলাররাও চাইলে উইকেট থেকে সুবিধা নিতে পেরেছে। প্রথম দিন দ্বিতীয় ম্যাচে কয়েকটা বল মনে হচ্ছিল একটু কঠিন, তবে পরে আবার ঠিক হয়ে গেছে। উইকেটে অসম কিছু নেই, এটাই বড় কথা’।
মিরপুরের উইকেটের এমন ‘স্পোর্টিং’ আচরণের পেছনের গল্পটা বলেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। ‘অন্যরকম’ বিপিএল নিয়ে এবার যে আলোচনা, তাতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক শুরুতেই শর্ত দিয়েছিলেন- মাঠের ক্রিকেটটা ভালো হতে হবে। সেই ধারণা থেকেই বিপিএলে মিরপুর এবার দেখছে স্পোর্টিং উইকেট। ভালো ক্রিকেটের শর্ত পূরণের দায়িত্ব অনেকাংশে ক্রিকেটারদের হলেও উইকেট ভালো না হলে ভালো ক্রিকেট খেলা কঠিনই। বিপিএল শুরুর আগে মিরপুরের শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার উদ্দেশে তাই বোর্ড সভাপতির পরিষ্কার বার্তা ছিল- উইকেট হতে হবে স্পোর্টিং, বিপিএলে যেন রান হয়।
গতকাল দিনের প্রথম ম্যাচের সময় প্রেসবক্স ঘুরতে এসে সাংবাদিকদের ফারুক সে কথাই বলেছেন, ‘কিউরেটরকে আগেই নির্দেশনা দিয়েছি, উইকেট যেন স্পোর্টিং হয়। ব্যাটসম্যানরা রান করতে পারে, বোলাররাও যেন চাইলে ভালো বোলিং করতে পারে। উইকেটে আড়াই মিলিমিটার ঘাস রাখা হয়েছে। ঘাস আরও কমও রাখা যেত, কিন্তু সে ক্ষেত্রে পরের দিকে উইকেট ভালো থাকত না। আমি বলেছি এ রকম উইকেটই রাখতে।’
কথা প্রসঙ্গে বিসিবি সভাপতি টেনেছেন এ মাসের শুরুতে সেন্ট কিটসে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের কথা। ৩-০ তে হারা সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ করেছিল ২৯৪ ও শেষ ম্যাচে ৩২১। এই রান করে ম্যাচ হারলেও খেলা দেখে ফারুকের মনে হয়েছে, ভালো উইকেট পেলে বাংলাদেশের ব্যাটসম্যানরাও পারে ভালো ব্যাটিং করতে। আবার এ ধরনের উইকেটে কীভাবে ভালো বোলিং করতে হয়, সেটা শেখা দরকার বোলারদের। বিপিএলে স্পোর্টিং উইকেটের চিন্তাটা সমর্থন পেয়েছে সে অভিজ্ঞতা থেকেও। অবশ্য মিরপুর বলেই এ নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যে বিপিএলের বাকি ম্যাচগুলোতেও এখানে উইকেট এমনই থাকবে। তবে বিসিবি সভাপতি আশাবাদী, ‘উইকেটের আচরণ অনেক কারণেই বদলাতে পারে। পরের দিকে কী হয় বলতে পারব না। তবে আশা করি খুব বেশি পরিবর্তন হবে না। স্পোর্টিং উইকেটই থাকবে। বিপিএলে দর্শকেরা রান দেখবেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন