শামীম ঝড় ছাপিয়ে নায়ক মাহিদুল
০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিন অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ের পরও খুলনা টাইগার্সের বিপক্ষে হেরেছে চিটাগাং কিংস। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে চিটাগাংকে ৩৭ রানে হারায় খুলনা। আগে ব্যাট করে ওপেনার উইলিয়াম বোসিস্তো ও উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৩ রান করে খুলনা টাইগার্স। জবাবে শামীম পাটোয়ারীর হাফসেঞ্চুরিতে ১৮.৫ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় চিটাগাং কিংস। ফলে সহজ জয় তুলে নেয় খুলনা। বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে খুলনাকে দুইশো ছাড়ানো সংগ্রহ এনে দেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি এগারো বছর পর বিপিএলে প্রত্যাবর্তন ঘটা চিটাগাং কিংসের। একের পর এক উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। যদিও শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ো ব্যাটিংয়ে একটা সময় আশা জেগে উঠেছিল চিটাগাং কিংসের। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধানই কমেছে কেবল, হার এড়ানো যায়নি।
টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চিটাগাংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ব্যাট করতে নেমে চিটাগাং কিংসের বোলারদের নাভিশ্বাস তুলেছেন খুলনার দুই ব্যাটার উইলিয়াম বোসিস্তো এবং মাহিদুল ইসলাম অঙ্কন। অস্ট্রেলিয়ান ওপেনার বোসিস্তো নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিই পান এদিন। ৫০ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। আরেক ব্যাটার মাহিদুল অঙ্কনই বলতে গেলে দলের স্কোর টেনে নিয়েছেন অনেকটা দূর। ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় তিনি করেন অপরাাজিত ৫৯ রান। যদিও নিজেদের ইনিংস শুরু করতে এসে বেশিদূর যেতে পারেননি ওপেনার মোহাম্মদ নাঈম। পঞ্চম ওভারের তৃতীয় বলে দলীয় ৩৭ রানে আল ইসলামের বলে উসমান খানকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১৭ বল খেলে ১ চার ও ৩ ছয়ের মারে ২৬ রান করেন নাঈম। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও খেলেন ছোট ইনিংস। এগারতম ওভারের চতুর্থ বলে দলীয় ৮৮ রানে খালেদ আহমেদের শিকার হয়ে ফেরেন মিরাজ। আউট হওয়ার আগে ১৮ বলে ১৮ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১টি করে চার ও ছয়ের মার। আফগান তারকা ইব্রাহিম জাদরান (৭ বলে ৬ রান) আউট হন ১২.৫ ওভারে। দলীয় ১০৬ রানে তিনি খালেদ আহমেদের দ্বিতীয় শিকারে পরিণত হন। ১৫তম ওভারের দ্বিতীয় বলে আফিফ হোসেন আউট হলে খুলনা ১১৭ রানে হারায় চতুর্থ উইকেট। আল ইসলামের বলে শরিফুলকে ক্যাচ দিয়ে ফেরার আাগে আফিফ ৭ বলে করেন ৮ রান। নিয়মিত বিরতিতে খুলনার চার উইকেটের পতন হলেও দুই প্রান্তে বোসিস্তো ও অঙ্কন ছিলেন অবিচল। চিটাগংয়ের হয়ে ১৭ ও ৪৫ রানে ২টি করে উইকেট পান খালেদ আহমেদ এবং আল ইসলাম।
২০৪ রানের বড় টার্গেট। রান তাড়ায় চিটাগাং কিংসের দরকার ছিল দারুণ এক শুরুর। চট্টলার দল সেটি পেয়ে যায় খুলনার বোলার ওসানে থমাসের কল্যাণে। একের পর এক নো আর ওয়াইডে এক বলেই দিয়েছেন ১৫ রান! তবে এমন উপহার পেয়েও বাকি ৫ বলে আর ৩ রান যোগ হতেই ওপেনার নাইম ইসলামকে (১২) হারায় চিটাগাং। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বন্দরনগরীর দলটি। ৭৫ রানে ৮ উইকেট হারিয়ে বড় হারের শঙ্কায় পড়ে তারা। নাইমের পর পারভেজ হোসেন ইমন ১৩ এবং উসমান খানের ১৮ রান বাদে আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। সেখান থেকে পাল্টা লড়াই শুরু হয় শামীমের। ১৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি ৩৮ বলে ৭টি চার ও ৫ ছক্কায় ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় ৭ বল বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট হয়ে যায় চিটাগাং কিংস। খুলনার হয়ে ৪৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। ম্যাচ সেরার পুরস্কার পান খুলনার মাহিদুল ইসলাম অঙ্কন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন