শামীম ঝড় ছাপিয়ে নায়ক মাহিদুল
০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিন অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ের পরও খুলনা টাইগার্সের বিপক্ষে হেরেছে চিটাগাং কিংস। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে চিটাগাংকে ৩৭ রানে হারায় খুলনা। আগে ব্যাট করে ওপেনার উইলিয়াম বোসিস্তো ও উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৩ রান করে খুলনা টাইগার্স। জবাবে শামীম পাটোয়ারীর হাফসেঞ্চুরিতে ১৮.৫ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় চিটাগাং কিংস। ফলে সহজ জয় তুলে নেয় খুলনা। বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে খুলনাকে দুইশো ছাড়ানো সংগ্রহ এনে দেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি এগারো বছর পর বিপিএলে প্রত্যাবর্তন ঘটা চিটাগাং কিংসের। একের পর এক উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। যদিও শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ো ব্যাটিংয়ে একটা সময় আশা জেগে উঠেছিল চিটাগাং কিংসের। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধানই কমেছে কেবল, হার এড়ানো যায়নি।
টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চিটাগাংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ব্যাট করতে নেমে চিটাগাং কিংসের বোলারদের নাভিশ্বাস তুলেছেন খুলনার দুই ব্যাটার উইলিয়াম বোসিস্তো এবং মাহিদুল ইসলাম অঙ্কন। অস্ট্রেলিয়ান ওপেনার বোসিস্তো নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিই পান এদিন। ৫০ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। আরেক ব্যাটার মাহিদুল অঙ্কনই বলতে গেলে দলের স্কোর টেনে নিয়েছেন অনেকটা দূর। ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় তিনি করেন অপরাাজিত ৫৯ রান। যদিও নিজেদের ইনিংস শুরু করতে এসে বেশিদূর যেতে পারেননি ওপেনার মোহাম্মদ নাঈম। পঞ্চম ওভারের তৃতীয় বলে দলীয় ৩৭ রানে আল ইসলামের বলে উসমান খানকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১৭ বল খেলে ১ চার ও ৩ ছয়ের মারে ২৬ রান করেন নাঈম। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও খেলেন ছোট ইনিংস। এগারতম ওভারের চতুর্থ বলে দলীয় ৮৮ রানে খালেদ আহমেদের শিকার হয়ে ফেরেন মিরাজ। আউট হওয়ার আগে ১৮ বলে ১৮ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১টি করে চার ও ছয়ের মার। আফগান তারকা ইব্রাহিম জাদরান (৭ বলে ৬ রান) আউট হন ১২.৫ ওভারে। দলীয় ১০৬ রানে তিনি খালেদ আহমেদের দ্বিতীয় শিকারে পরিণত হন। ১৫তম ওভারের দ্বিতীয় বলে আফিফ হোসেন আউট হলে খুলনা ১১৭ রানে হারায় চতুর্থ উইকেট। আল ইসলামের বলে শরিফুলকে ক্যাচ দিয়ে ফেরার আাগে আফিফ ৭ বলে করেন ৮ রান। নিয়মিত বিরতিতে খুলনার চার উইকেটের পতন হলেও দুই প্রান্তে বোসিস্তো ও অঙ্কন ছিলেন অবিচল। চিটাগংয়ের হয়ে ১৭ ও ৪৫ রানে ২টি করে উইকেট পান খালেদ আহমেদ এবং আল ইসলাম।
২০৪ রানের বড় টার্গেট। রান তাড়ায় চিটাগাং কিংসের দরকার ছিল দারুণ এক শুরুর। চট্টলার দল সেটি পেয়ে যায় খুলনার বোলার ওসানে থমাসের কল্যাণে। একের পর এক নো আর ওয়াইডে এক বলেই দিয়েছেন ১৫ রান! তবে এমন উপহার পেয়েও বাকি ৫ বলে আর ৩ রান যোগ হতেই ওপেনার নাইম ইসলামকে (১২) হারায় চিটাগাং। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বন্দরনগরীর দলটি। ৭৫ রানে ৮ উইকেট হারিয়ে বড় হারের শঙ্কায় পড়ে তারা। নাইমের পর পারভেজ হোসেন ইমন ১৩ এবং উসমান খানের ১৮ রান বাদে আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। সেখান থেকে পাল্টা লড়াই শুরু হয় শামীমের। ১৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি ৩৮ বলে ৭টি চার ও ৫ ছক্কায় ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় ৭ বল বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট হয়ে যায় চিটাগাং কিংস। খুলনার হয়ে ৪৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। ম্যাচ সেরার পুরস্কার পান খুলনার মাহিদুল ইসলাম অঙ্কন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার পদ স্থগিত
বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার নাগরিক
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নাসির মহাসচিব নেওয়াজ
আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহ্বান প্রধান বিচারপতির
রোমানিয়ায় কূটনীতিক মহসিনকে শাস্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
লক্ষ্মীপুরে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, ৩৯ হাজার টাকা জরিমানা
দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
ভাড়াটিয়াসহ মালিককে বের করে বসত বাড়ি দখল
যে মামলায় আটক লতিফ বিশ্বাস
নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে
প্রশাসন সংস্কারে কঠোর হতে হবে
অসভ্য নগরীতে পরিণত ঢাকা
মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা
সমুদ্রে ক্ষয়যোগ্য শক্ত প্লাস্টিক ব্যবহার করা যাবে গাড়িতেও
উৎসবে আতশবাজি নিষিদ্ধে হাজারও মানুষের আবেদন
বাথরুমের নাম করে গয়না নিয়ে পালালেন কনে
অর্থ, রসিদ বই নিয়ে পালিয়ে গেল ইসকনের কর্মী
পণবন্দীর ভিডিও প্রকাশ হামাসের ইসরাইলে মুক্তির দাবিতে বিক্ষোভ