আঁধার পেরিয়ে দুর্বার রাজশাহী
১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
হারের চক্রে পড়ে সিলেট থেকে চট্টগ্রামে পা রেখেছিল দুর্বার রাজশাহী। চায়ের দেশ পিছু ছেড়ে এলেও সঙ্কট পিছু ছাড়েনি পদ্মা পাড়ের দলটির। খবর ছড়ায়, চুক্তির একটি টাকাও না পাওয়ায় অনুশীলন বর্জন করে বিপিএল ফ্রাঞ্চাইজিটির খেলোয়াড়েরা। ২৪ ঘণ্টার নানান নাটকীয়তার অবসান ঘটে বিসিবির কড়া হুঁশিয়ারীর পর। সেই আধার কেটে সাগরিকায় নিজেদের প্রথম ম্যাচেই দুর্বার জয় পায় রাজশাহী। গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে আনামুল হক বিজয়ের দল। টস জিতে ব্যাট করতে নেমে রায়ান বার্ল ও বিজয়ের অধিনায়কোচিত ব্যাটিংয়ে ভর করে ১৮৪ রান তোলে ৭ উইকেট হারানো রাজশাহী। জবাবে তাসকিন আহমেদ ও সানজামুল ইসলামদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫ বল আগেই মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট। মৌসুমের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ম্যাচ-সেরা সানজামুল। সাত ম্যাচে তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে গেছে রাজশাহী। সমান ম্যাচে সিলেটের এটি পঞ্চম পরাজয়।
অথচ এদিন ম্যাঠে নামা নিয়েই শঙ্কা ছিল দলটির। সাংবাদিক দেখে টিকিট হাতে এক সন্দিগ্ধ দর্শকতো প্রশ্নই ছুড়ে দিলেন, ‘রাজশাহী খেলবে তো?’ কিছুক্ষণ পর রাজশাহীর বাস স্টেডিয়ামে প্রবেশ করতে দেখেই উত্তর পেয়ে গেলেন ওই দর্শক। গত কয়েক দিনে রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নানান নেতিবাচক খবরে তার প্রশ্ন অবশ্য অমূলক ছিল না। তবে সব শঙ্কা ছাপিয়ে পারিশ্রমিকের ৫০ শতাংশের নিশ্চয়তা পেয়ে খেলতে নামে রাজশাহী। তাদের পারফরম্যান্সেও পড়ল বদলের ছাপ। দাপুটে ব্যাটিং-বোলিংয়ে সিলেটকে গুঁড়িয়ে জয়ে ফিরল তারা। অথচ পারিশ্রমিক না পাওয়ায় এই ম্যাচ বয়কট করার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছিলেন রাজশাহীর ক্রিকেটাররা।
এবারের আসরে চুক্তির কোনো টাকা না পাওয়ায় চট্টগ্রাম এসে প্রথম দিন বিশ্রামে কাটিয়ে পরদিন অনুশীলনও করেনি তারা। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বিশেষ বৈঠকের পর আশ্বস্ত হয়ে ম্যাচের আগের দিন শুধু অনুশীলন করে তারা। তবু সবার পারিশ্রমিকের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের দিন সকাল পর্যন্ত। নগদ ২৫ শতাংশের পাশাপাশি আরও ২৫ শতাংশ টাকার চেক পেয়ে খেলতে নামে রাজশাহী। যদিও ম্যাচের শুরুতে কিছুটা ¤্রয়িমান ছিল তাদের শরীরী ভাষা। সিলেটের ১৮৪ রান তাড়া করার ইনিংসে সিলেটের ব্যাটসম্যানদের চেয়ে রাজশাহীর বোলিং আর ফিল্ডিং নিয়েই বেশি বলতে হয়। ব্যাটিংয়ে জাকির হাসানের ২৮ বলে ৩৯ আর জাকের আলীর ২০ বলে ৩১ রান উল্লেখযোগ্য। দলটা যদিও টপ অর্ডারে ভরা, তবু জাকের আলীর মতো একজন হার্ড হিটারকে হয়তো আরেকটু আগে নামালেই বেশি সুবিধা পাবে সিলেট। কিন্তু তাঁকে ছয়েই নিয়মিত খেলিয়ে যাচ্ছে দলটা।
রাজশাহীর বোলারদের মধ্যে নতুন বলে বল করা বাঁহাতি স্পিনার সানজামুল ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আফতাব আহমেদ। তবে ফিল্ডিংয়ে বিশেষভাবে দৃষ্টি কেড়েছে বিজয়ের তিনটি ক্যাচ, যার একটি তো একটু বেশিই ভালো। থার্ড ম্যান থেকে অনেকটা দৌড়ে এসে সামনে ঝাঁপিয়ে পড়ে নেওয়া অধিনায়কের ওই দুর্দান্ত ক্যাচেই ড্রেসিংরুমে ফিরেছেন জাকির হাসান।
এর আগে ঝঞ্ঝাবিক্ষুব্ধ দুটি দিন পার করেও হতাশ করেননি রাজশাহীর ব্যাটসম্যানরা। বড় ইনিংস কারও ব্যাট থেকেই আসেনি, তবে যখন যে উইকেটে ছিলেন, রানের গতিতে টান পড়তে দেননি। সিলেটের তুলনায় সীমানা বড় হয়ে আসা সাগরিকাতেও সিলেটের সামনে ৭ উইকেট হারিয়ে ১৮৫ রানের লক্ষ্য দেয় দলটা। বার্লের চারটিসহ ইনিংসে ছক্কা ১২টি। ১৫তম ওভারে আরিফুলকে পরপর তিন ছক্কা মারা বার্লের ২৭ বলে ৪১, বিজয়ের ২২ বলে ৩২, ইয়াসির আলীর ১০ বলে ১৯, শেষ দিকে মৃত্যুঞ্জয়ের ৬ বলে ১২- এ রকম ছোট ছোট সময়োচিত ইনিংসেই রাজশাহী চলে যায় সিলেটের ধরাছোঁয়ার বাইরে।
মাঠ ও মাঠের বাইরে খারাপ সময় কাটানো রাজশাহী হয়তো চট্টগ্রামে এসে পাওয়া এই জয়ে আবারও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। কিন্তু আরেকটু বড় পরিসরে ভাবলে চট্টগ্রামে আসার পর টি-টোয়েন্টির রোমাঞ্চ যেন খানিকটা হারিয়েই ফেলেছে বিপিএল! মিরপুর, সিলেটের মতো হাড্ডাহাড্ডি লড়াই নেই। একদল বড় রান করে তো আরেক দল তা থেকে অনেক দূরে থাকতেই ভেঙে পড়ছে। গতপরশু চট্টগ্রাম পর্বের প্রথম দিনের দুটি ম্যাড়মেড়ে ম্যাচে গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিটাই যা একটু বিনোদন দিয়েছিল। গতকাল দুর্বার রাজশাহী-সিলেটের প্রথম ম্যাচও উপহার দিল নিষ্প্রাণ টি-টোয়েন্টি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে