৩৪ বছর পর উইন্ডিজের পাকিস্তান জয়
২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৮ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম
আগের দিনই পরাজয়ের খড়গ ঝুলছিল মাথার উপর। পরের দিন সকালে সেটা খসে পড়তে এক সেশনও লাগল না। প্রতিপক্ষকে ঘায়েল করতে যে কৌশলের জাল পেতেছিল পাকিস্তান, সেই জালে ধরা পড়ল নিজেরাই। জোমেল ওয়ারিক্যান ও অন্য দুই স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্সে ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সোমবার ১২০ রানের বিশাল ব্যবধানে জিতেছে উইন্ডিজ। ২৫৪ রানের লক্ষ্যে ১৩৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
প্রথম দিনের প্রথম সেশনেই গুটিয়ে যাওয়া যে দলটির স্কোরবোর্ড ছিল একটা পর্যায়ে ৭ উইকেটে ৩৮ থেকে ৮ উইকেটে ৫৪, সেই দলটিই ম্যাচ জিতে নিল দুই দিন এবং এক সেশনেই।
৩৪ বছরের বেশি সময় পর পাকিস্তানে টেস্ট জয়ের স্বাদ পেল ক্যারিবীয়রা। সবশেষ ১৯৯০ সালে ফায়সালাবাদে ৭ উইকেটে জিতেছিল তারা। ডেসমন্ড হেইন্সের নেতৃত্বে সেই জয়ে বড় ভূমিকা রেখেছিল ক্যারিবিয়ানদের পেস ব্যাটারি- ম্যালকম মার্শাল, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস ও ইয়ান বিশপ।
এবার টার্নিং উইকেটে দলকে জেতালেন স্পিনত্রয়ী। এর মধ্যে উজ্জ্বলতম ওয়ারিক্যান। আগের টেস্টে ১০ উইকেট নিয়েও পরাজয়ের বেদনায় পুড়তে হয়েছিল তাকে। এবার দ্বিতীয় ইনিংসে ৫টি ও ম্যাচে ৯ উইকেট নিয়ে এই বাঁহাতি স্পিনারই নায়ক।
এই সফরের আগে ১৭ টেস্টে ৫৪ উইকেট ছিল ওয়ারিক্যানে। ম্যাচে ১০ উইকেট তো বহুদূর, ইনিংসে ৫ উইকেটও ছিল না একটিও। এই সিরিজে তিনি প্রথম টেস্টে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩২ রানে ৭ উইকেট নিয়েছেন। ম্যাচে প্রথমবার ১০ উইকেটের স্বাদ পেয়েছেন। এবার আরও এক দফায় ৫ উইকেট নিয়ে জেতালেন দলকে।
ওয়ারিক্যানের ৫ উইকেটের সঙ্গে ৩ উইকেট নিয়েছেন অফ স্পিনার কেভিন সিনক্লেয়ার, ২টি বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে পঞ্চমবার প্রতিপক্ষের ১০ উইকেট ধরা দিল শুধুই স্পিন বোলিংয়ে।
প্রথম টেস্টেও উইন্ডিজ হেরেছিল আড়াই দিনে। দুই টেস্টের সিরিজ তাই শেষ হলো ১-১ সমতায়।
৪ উইকেটে ৭৬ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান তৃতীয় বলেই হারায় সাউদ সাকিলকে। নাইটওয়াচম্যান কাশিফ আলিকে পরের ওভারে বিদায় করেন ওয়ারিক্যান।
এরপর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা কিছুটা লড়াই করেন। সালমানকে ১৫ রানে ফিরিয়ে এই জুটি ৩৯ রানে থামান ওয়ারিক্যান। এরপর আর ম্যাচ শেষ হতে সময় লাগেনি খুব একটা।
দারুণ এক আর্ম বলে রিজওয়ানকে (২৫) বোল্ড করা ওয়ারিক্যান পরে সাজিদ খানকে বোল্ড করে ৫ উইকেট পূরণ করার পাশাপামি ম্যাচও শেষ করে দেন।
হ্যাটট্রিকসহ ম্যাচে ১০ উইকেট নিয়েও এবার পরাজিত দলে নোমান আলি। সিরিজে ১৯ উইকেট আর মূল্যবান ৮৫ রান করে ম্যান অব দা সিরিজ ওয়ারিক্যান।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৬৩
পাকিস্তান ১ম ইনিংস: ১৫৪
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ২৪৪
পাকিস্তান ২য় ইনিংস: ৪৪ ওভারে ১৩৩ (আগের দিন ৭৬/৪) (সাকিল ১৩, কাশিফ ১, রিজওয়ান ২৫, সালমান ১৫, সাজিদ ৭, নোমান ৬, আবরার ০*; মোটি ১১-৩-৩৫-২, সিনক্লেয়ার ১৭-১-৬১-৩, ওয়ারিক্যান ১৬-৬-২৭-৫)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজ ১-১ ড্র।
ম্যান অব দা ম্যাচ ও সিরিজ: জোমেল ওয়ারিক্যান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তৃতীয় দফায় বাড়ছে রিটার্ন জমার সময়
গণধিকৃত সংগঠনে পরিণত হয়েছে শিক্ষক সমিতি : ঢাবি সাদা দল
ধামরাইয়ে কালামপুর সাব-রেজিস্ট্রার অফিস দুদকের অভিযান, ব্যাপক দুর্নীতির অভিযোগ
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় তাওহীদুল ইসলাম ২য়
হাইকোর্টের আদেশ গাছ কাটতে লাগবে অনুমতি
আন্তর্জাতিক বাণিজ্যমেলা মেলায় পণ্য প্রদর্শনীতেই সন্তুষ্ট বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠানগুলো
প্রমীলা ফুটবল টুর্নামেন্ট বন্ধের দাবীতে জানতার সাথে আয়োজক কমিটির মুখোমুখি সংঘর্ষ আহত ১০
ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্রের বীজ রোপণ করছে- পরশুরামে রফিকুল আলম মজনু
নতুন ৫ দাবি যোগ করে ফের সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম
হ্যাকিং অ্যাপসে প্রতারনা, সিলেটে এক নারীর ৭ লাখ টাকা রক্ষা করলো পুলিশ
সাত কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
চকরিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন ও চাঁদাদাবীর অভিযোগ ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
টেকসই কৃষি নিয়ে ১০ হাজার চর কৃষকের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ
সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে- প্রিন্স
জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয়, তা আমরা ৫ আগস্ট দেখেছি: তারেক রহমান
বিটিএমএর নতুন পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ
ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর সব বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা
কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমানো হোক
সামাজিক অগ্রগতিতে জেন জি কতটা ভূমিকা পালন করবে?
মির্জাপুরে ছাগল কান্ডে কেটে ফেলা হয়েছে অর্ধশতাধিক কলাগাছ