ইমনের দিনে সুপার লিগে আবাহনী
০৭ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

৮৯ রানের লক্ষ্য। বিকেএসপির তিন নম্বর মাঠে সেই লক্ষ্যটা তাড়া করতে তর সইল না আবাহনীর ওপেনার পারভেজ হোসেনের। ইমন নামেই বেশি পরিচিত ওপেনার বিস্ফোরক ব্যাটিংয়ে ৬.৪ ওভারেই শাইনপুকুরের বিপক্ষে আবাহনীকে ১০ উইকেটের জয় এনে দিলেন। নবম ম্যাচে আবাহনী যখন অষ্টম জয়টি পেল, তখন ২৩ বলে ৬১ রানে অপরাজিত পারভেজ। জাতীয় দলের ওপেনার একটি রেকর্ড নিয়েও ফিরেছেন ড্রেসিংরুমে, লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটির রেকর্ড।
পারভেজ ১৫ বলেই ফিফটি ছুঁয়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মতো বাংলাদেশেও লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটি এটি; লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে যা যৌথভাবে চতুর্থ দ্রুততম ফিফটিও। লিস্ট ‘এ’তে বাংলাদেশে ও বাংলাদেশের ব্যাটসম্যানদের আগের দ্রুততম ফিফটি ছিল ১৮ বলে। ২০১৪ এশিয়া কাপে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১৮ বলে ফিফটি পেয়েছিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। পাঁচ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুরেই ১৮ বলে ফিফটি করে বাংলাদেশের ব্যাটসম্যানদের রেকর্ড গড়েন ফরহাদ রেজা। প্রাইম দোলেশ্বরের হয়ে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ২০ বলে ৫৬ রান করা ফরহাদ ভেঙেছিলেন নাজমুল হোসেন মিলনের রেকর্ড। ২০০৭ সালে জাতীয় লিগ ওয়ানডেতে খুলনার বিপক্ষে ১৯ বলে ফিফটি করেন ঢাকা বিভাগের নাজমুল। ম্যাচটি হয়েছিল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
স্বীকৃত ক্রিকেটেই বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটি এখন পারভেজের। আগের রেকর্ড ১৬ বলের। ২০১৯ সালে ডিপিএল টি-টোয়েন্টিতে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে ফিফটি পেয়েছিলেন শাইনপুকুরের শুভগত হোম।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ডটা কৌশল্য বীরারতেœর। শ্রীলঙ্কার হয়ে ১৫টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলা বীরারতেœ ২০০৫ সালে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিমিটেড ওভার টুর্নামেন্টে কুরুনেগালার বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। ১৯৯৪ সালে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যাডাম হোলিওকের গড়া ১৫ বলের ফিফটির রেকর্ড ভাঙেন বীরারতেœ।
এদিন বিকেএসপিতে মাঠ ভেজা থাকায় খেলা শুরুতে হতে অনেক দেরি হয়। দুপুর ১২টার পরে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ৩১ ওভারে। তাতে শাইনপুকুর গুটিয়ে যায় ¯্রফে ৮৮ রানে। লক্ষ্য পেরুতে ¯্রফে ৬.৪ ওভার খেলতে হয়েছে আবাহনীকে। বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচ জিতেছে ১০ উইকেটে। পারভেজের রেকর্ডের দিনে বড় জয় নিয়ে টেবিলের শীর্ষেই থাকল আবাহনী।
এদিকে, সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেও মাঠে থাকতেন তামিম ইকবাল, নেতৃত্ব দিতেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে এখন তার ক্রিকেট ক্যারিয়ারই অনিশ্চয়তায়। ড্রেসিং রুমে এখন তিনি না থাকলেও তাকে অনুভব করছে দল। নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নেমে প্রথম জয়টি তাকে উৎসর্গ করলেন নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়।
গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে টসের পর হার্ট অ্যাটাক হয় তামিমের। পরে হার্টে ব্লক ধরা পড়লে একটি স্টেন্ট বসানো হয়। হাসপাতাল থেকে বাসায় ফিরে আপাতত তিনি বিশ্রামে। স্বাভাবিক জীবন শুরু করতে আরও মাস তিনেক সময় লাগতে পারে। অধিনায়ককে হাসপাতালে রেখে সেদিন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে সহজ জয় পেয়েছিল মোহামেডান। ঈদের বিরতির আগে সেটিই ছিল লিগের শেষ ম্যাচ। প্রায় দুই সপ্তাহের ছুটির পর গতকাল আবার শুরু হয় খেলা। একই ছন্দ ধরে রাখে শিরোপাপ্রত্যাশী দলটি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারায় তারা।
দুর্দান্ত ফর্মে থাকা শামীমের ৮৯ রানের ঝড়ো ইনিংসের পরও ১৭৪ রানের বেশি করতে পারেনি প্রাইম ব্যাংক। ১২০ বল বাকি থাকতেই জিতে যায় মোহামেডান। তামিমের অনুপস্থিতিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানকে নেতৃত্ব দেন হৃদয়। লিগের বাকি অংশের জন্য তাকেই অধিনায়ক করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। প্রাইম ব্যাংককে হারানোর পর সামাজিক মাধ্যমে হৃদয় বলেন, তাদের এই জয়টি তামিমের জন্য, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আজকের (গতকাল) জয়টি তামিম ভাইকে উৎসর্গ করছি। আমরা আপনাকে মিস করেছি।’
হার্ট অ্যাটাকের পর তাৎক্ষণিকভাবে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা হয় তামিমের। পরবর্তীতে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয় তাকে। শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকায় পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় যাওয়ার অনুমতি পান দেশের সর্বকালের সেরা ওপেনার। শারীরিক কিছু পরীক্ষা করানো ও পরবর্তী করণীয় বোঝার জন্য আজ রাতে সিঙ্গাপুরে যাবেন তিনি।
আরেক ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ২ উইকেটে জেতে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। ২৫৯ রানের লক্ষ্যে ২ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা। ৯ ম্যাচের ৮টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল আবাহনী, প্রথম দল হিসেবে সুপার লিগে খেলাও নিশ্চিত হয়েছে তাদের। সমান ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে মোহামেডান। ৫ জয় পাওয়া গুলশান ১১ পয়েন্ট নিয়ে এখন আছে পয়েন্ট টেবিলের চারে, ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ধানমন্ডি আছে আটে। এক জয় নিয়ে সবার শেষে শাইনপুকুর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

'এমন দমবন্ধ ও সব কিছু অবরুদ্ধ করা' পহেলা বৈশাখ কখনও দেখেননি শাওন

ভারতের ভাষা যুদ্ধ: উত্তর-দক্ষিণ বিভাজনের জন্ম দিচ্ছে হিন্দি

ফেনীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি : ফিলিস্তিনে গণহত্যার বিচার দাবি, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

সবার প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব : স্থানীয় সরকার সচিব

আখাউড়ায় চুরির ঘটনায় কাটা হলো নারীর চুল, গ্রেপ্তার ১

বগুড়ার সান্তাহারে প্রাইভেট কারের ধাক্কায় শিশুসহ ৪ আহত

নানা আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে বৈশাখী উৎসব সম্পন্ন

গফরগাঁওয়ে প্রাইভেটকার ও মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষ ঃ হোন্ডার চালক গুরুতর আহত

প্রকাশ্য মুসলিম নারীদের বোরখা ধরে টানাটানি, উত্তরপ্রদেশে গ্রেফতার ৬

আনোয়ারায় বাংলা নববর্ষ উদযাপনে শোভাযাত্রা

বেরোবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বরিশালে একঘরে দম্পতির লাশ উদ্ধার

চাঁদের গাড়ী থেকে ছিটকে যুবকের মৃত্যু

বাংলা নববর্ষ উৎসব ১৪৩২ উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য আনন্দ শুভাযাত্রা

আদালত প্রাঙ্গনে দুই স্ত্রীর জুতোপেটা খেলেন স্বামী, ভিডিও ভাইরাল!

নববর্ষে দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের

মোংলায় নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপি শোভাযাত্রা

বাংলা নববর্ষে নোবিপ্রবিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশি 'কালা কালা' গানে মাতাল মার্কিন যুক্তরাষ্ট্র

পীরগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা