অস্ট্রিয়ার ‘নন-প্লেইং ক্যাপ্টেন’ আলাবা
ইনজুরির কারণে ইউরোর জন্য ঘোষিত অস্ট্রিয়ার প্রাথমিক দলে জায়গা হয়নি মাঠের বাইরে থাকা ডেভিড আলাবার। তারপরও তাকে নিয়েই জার্মানি যাচ্ছে দলটি। দলের নিয়মিত অধিনায়ক আলাবা এই আসরেও থাকবেন অধিনায়ক! মুল লড়াইয়ে মাঠে নামতে না পারলেও দলের সাথেই থাকবেন তিনি। অস্ট্রিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছেন, ইউরোতে দলের ‘নন-প্লেইং ক্যাপ্টেন’ থাকবেন আলাবা।ইউরোর আগের দুই আসরে অস্ট্রিয়ার হয়ে খেলেছেন আলাবা। ইনজুরির কারনে এবার যে...