বিশ্বকাপে ব্যাকআপ মিরাজ-বিজয়!
বিশ্বকাপ স্কোয়াডের মূল পনেরোজনের সঙ্গে আরও দুজনকে বাংলাদেশ নিয়ে গেছে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। তাদের পাশাপাশি আরও ছয়জন খেলোয়াড়কে বাছাই করে রেখেছেন নির্বাচকেরা। যাদের সুযোগ আসবে মূল দলের কেউ ইনজুরিতে পড়লে। কার জন্য কাকে বিকল্প হিসেবে রেখেছেন, সেটাও জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এই ছয়জনের মধ্যে আছেন এনামুল হক বিজয়। লিটন দাস চোটে পড়লে তার জায়গায় বদলি খেলোয়াড়...