নারাইন নৈপুণ্যে লাক্ষ্মৌর বিপক্ষে বড় জয়ে শীর্ষে কলকাতা
সুনীল নারাইনের যেভাবে আইপিএলের চলতি মৌসুমে পারফর্ম করছেন তাতে অবসর ভেঙে তাক্র ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপে ফেরানোর জোর আবদেন উঠে সোশ্যাল মিডিয়ায়।যদিও এ বিষয়ে নিজের নেতিবাচক অবস্থান সম্প্রতি ফের স্পষ্টত করেছেন এই ক্যারিবিয়ান স্পিনার।
তবে রবিবার এই অলরাউন্ডারের পারফরম্যান্স আরও আফসোস বাড়াবে ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের। রীতিমতো বিস্ফোরক ধাচেই ধারাবাহিক ব্যাটসম্যানে পরিণত নারাইন ঝড় তুললেন কালও।৩৯ বলে ছয় চার ও সাত বিশাল...