শঙ্কার কালো স্রোত পেরিয়ে অবশেষে জয়ের হাসি
সাকিব আল হাসানকে বেরিয়ে এসে ব্লেসিং মুজারাবানি যখন ছক্কা হাঁকালেন জয়ের জন্য তখন জিম্বাবুয়ের দরকার ৩ বলে ৭ রান। অপর প্রান্তে তখন রুদ্র মূর্তিতে ওয়েলিংটন মাসাকাদজা। সাকিবের করা শেষ ওভারের প্রথম বলে যিনি ক্যাচ দিয়েছিলেন লং অনে। তালুবন্দি করতে পারেননি তানজিদ হাসান। সব মিলিয়ে বাংলাদেশ তখন কঠিন সময়ের মুখোমুখি।
সাকিবের দুটি জাদুকরী ডেলিভারি বদলে দিল সব হিসাব। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে মুজারাবানিকে স্ট্যাম্পিংয়ের...