ম্যান সিটি শিবিরে আবারও চোটের হানা
একের পর এক চোটের থাবায় বিপর্যস্ত ম্যানচেস্টার সিটি শিবিরে আবারও হানা দিয়েছে চোট। এবার ছিটকে গেছেন দলটির ডিফেন্ডার নাথান আকে।
গত রোববার আর্সেনালের বিপক্ষ গোলশূন্য ড্রয়ের ম্যাচে ডাচ এই ফুটবলার পায়ের মাংশপেশিতে চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়েন। মঙ্গলবার তার চোটের বিষয়টি নিশ্চিত করেন কোচ পেপ গুয়ার্দিওলা। কবে নাগাদ এই ২৯ বছর বয়সী ফিরতে পারেন তা জানানো হয়নি।
চোটের কারণে আগে থেকেই মাঠের...