জাকেরের ছয়-ছক্কায় মোহামেডানকে উড়িয়ে আবাহনীর আটে আট
০২ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ পিএম
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া জাকের আলি ঘরের ক্রিকেটেও পার করছেন দুর্দান্ত সময়। এবার তার ছয়-ছক্কার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে এবারের ঘরোয়া লিগে টানা অষ্টম জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
ফতুল্লায় আবাহনীকে জয়ের পথ রচনা করে দেন মূলত দলের বোলাররা। ৫০ ওভার খেলে মোহামেডান করতে পারে কেবল ১৯৯ রান। সেই রান তাড়ায় ১৫ ওভার আগেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
৫ চার ও ৩ ছক্কায় ৬২ বলে ৬৩ করে আউট হয়ে যান ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। জাকের দলকে জিতিয়ে মাঠ ছাড়েন চারটি চার আর ছয় ছক্কায় ৯০ বলে ৭৮ রান করে। চলতি লিগে তার চতুর্থ ফিফটি এটি। আগের পাঁচ ম্যাচে তার রান ২১, ৭৬*, ২০, ৭৮ ও ৫৮।
টসে হেরে ব্যাটিংয়ে নামা মোহামেডান ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে। ছয়ে নেমে মাহমুদউল্লাহ এক প্রান্ত আগলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনিও পারেননি নিজের কাজ শেষ করতে। তিন ছক্কায় ৮৪ বলে ৫৪ করে ফেরেন তিনি।
পরে আরিফুল হকের ৩৩ রান ও শেষ দিকে দুই ছক্কায় আবু হায়দারের ১৫ বলে ২২ রানের ইনিংসে দুইশর কাছে যেতে পারে মোহামেডান।
৮ ম্যাচে পুরো ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল আবাহনী। সমান ম্যাচে দ্বিতীয় পরাজয়ে আগের মতোই দুইয়ে মোহামেডান।
দিনের অন্য দুটি ম্যাচে হতে পারেনি সাভারে সড়ক দুর্ঘটনার কারণে সৃষ্ট যানজটে। কোনো দল সময়মতো মাঠে পৌঁছাতে না পারায় ম্যাচ দুটি একদিন পিছিয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ১৯০/৯ (ইমরুল ২, রনি ১০, রুবেল ১১, মাহিদুল ৫, আরিফুল ইসলাম ১৯, মাহমুদউল্লাহ ৫৪, আরিফুল হক ৩৩, আবু হায়দার ২২, কামরুল রাব্বি ১১*, আসিফ ৭*; তাসকিন ৯-০-৫৮-২, সাইফ ১০-০-৪২-১, তানজিম ১০-১-৩১-৩, তানভির ৯-২-২০-১, রাকিবুল ১০-১-৩৭-১, মোসাদ্দেক ২-০-২-১)।
আবাহনী লিমিটেড: ৩৫ ওভারে ১৯৫/২ (এনামুল ১২, নাঈম শেখ ৬৩, জাকের ৭৮*, আফিফ ৩৯*; আবু হায়দার ৫-১-২৫-১, নাসুম ৮-০-৪৭-১, কামরুল রাব্বি ৩-০-১৯-০, আরিফুল ইসলাম ১০-০-৪২-০, আসিফ ৬-০-৪০-০, আরিফুল হক ৩-০-২০-০)।
ফল: আবাহনী লিমিটেড ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: জাকের আলি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত