বাংলাদেশের হতশ্রী ফিল্ডিং, বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
উইকেট এবং কন্ডিশন দুটিই ব্যাটসম্যানদের পক্ষে। এমন দিনে প্রতিটা সুযোগই মহামূল্যবান। কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা এদিন যেন মাঠে নেমেছিলেন হাতে তেল মাখিয়ে। মিস হয়েছে রান আউটের সুযোগও। নাজমুল হোসেন শান্তর দলের একের পর এক এমন হতাশার দিনে সুযোগ কাজে লাগাতে ভোলেনি প্রতিপক্ষ। রানের পাহাড় গড়ার পথে রয়েছে শ্রীলঙ্কা।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ৯০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩১৪ রান। হতাশার...