দুইশ’র আগেই শেষ বাংলাদেশের ইনিংস
বোলাররা আশা দেখালেও একরাশ হতাশা উপহার দিলেন ব্যাটসম্যানরা। ব্যাট হাতে বাংলাদেশ যতটুকু লড়াই করেছে সেটাও বোলারদের সৌজন্যেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তাইজুল ইসলামের ব্যাটে দল লড়লেও প্রথম ইনিংসে দুইশও পেরুতে পারেনি টাইগাররা।
প্রথম দিনেই শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার আনন্দ বাংলাদেশের উবে যায় দিনের শেষ ঘণ্টায় নিজেরা ৩ উইকেট হারানোয়। ব্যর্থতার সেই ধারা বজায় থাকে দ্বিতীয় দিনেও। প্রথম সেশনেই দল হারায় ৩ উইকেট।...