জোড়া সেঞ্চুরিতে ভারতের দিন
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুরুর ধাক্কাটা বেশ দারুণভাবেই সামলে নিলেন রবীন্দ্র জাদেজা। এরপর ইনিংস মেরামত তো করেছেনই, দলকে বড় পুঁজির দিকেই এগিয়ে নেন এই দুই ব্যাটার। দুই ব্যাটারই পেয়েছেন তিন অঙ্কের দেখা। সঙ্গে অভিষিক্ত সরফরাজ খানের দারুণ ব্যাটিং। তাতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ভারত। গতকাল রাজকোটে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে...