অ্যালেনের ১৬ ছক্কার বিশ্ব রেকর্ডে উড়ে গেল পাকিস্তান
ফর্মে থাকা নিউজিল্যান্ড ব্যাটারদের থামাতে বিশেষ কিছুই করতে হতো পাকিস্তান বোলারদের। কিন্তু হলো উল্টোটা। ফিন অ্যালেনের তোপের সামনে অসহায় হয়ে পড়লেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফরা। তাদের রীতিমত তুলোধুনা করলেন কিউই ওপেনার। গড়লেন ১৬ ছক্কার বিশ্ব রেকর্ড। দল পেল বিশাল সংগ্রহ। যার ধারেকাছেও যেতে পারেনি পাকিস্তান। তাতে সিরিজ হারও নিশ্চিত হয়ে গেল সফরকারী দলটির।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ডানেডিনে ৪৫ রানে হেরেছে...