সমালোচনার মুখে বাটের নিয়োগ বাতিল করল পিসিবি
সমালোচকদের চাপ তো ছিলই, এছাড়া স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংস্লিষ্ঠ অনেকেই ছিলেন এর বিপক্ষে। শেষ পর্যন্ত তাই নিয়োগের এক দিন পরই সালমান বাটকে প্রধান নির্বাচকের পরামর্শকের পদ থেকে সরিয়ে দিয়েছে পিসিবি।
গত শুক্রবার বাট, কামরান আকমল ও রাও ইফতিখার আনজুমকে প্রধান নির্বাচকের পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বোর্ড। এর পরের দিন শনিবার এক সংবাদ সম্মেলনে বাটের নাম সরিয়ে নেওয়ার কথা জানান...