ভারতকে অল্পতেই আটকে দিল ইংল্যান্ড
এবারের বিশ্বকাপে প্রধমবারের মত চাপে পড়তে দেখা গেল ভারতকে। আহত সিংহের মত ভারতের রাশ টেনে ধরলেন ইংল্যান্ডের বোলাররা। শুরুর ধাক্কা সামাল দিয়ে ভারতকে টানেন রোহিত শর্মা আর লোকেশ রাহুল। পরে সুর্যকুমার যাদবের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় বিশ্বকাপের স্বাগতিকরা।
বিশ্বকাপের ২৯তম ম্যাচে লক্ষ্ণৌতে রোববার নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রানে আটকে গেছে ভারত। রোহিতের নেতৃত্বের শততম ম্যাচে হঠাৎই হতচ্ছড়া দলের ব্যাটিং।
এ...