পাকিস্তান-অস্ট্রেলিয়া চার ওপেনারের গলায় রেকর্ডের মালা
পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে গত শুক্রবার রান হয় ৬৭২। তাতে দুই দলের ওপেনারদের অবদান ৪১৮ রান। অর্থাৎ ম্যাচের প্রায় ৬২ শতাংশ রানই আসে ওপেনারদের উইলো থেকে। শুধু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তো আরও বেশি- ৩৬৭ রানের ৭৭ ভাগই তো ওপেনারদের! দিনটা ছিল ওপেনিংয়ে নামা ব্যাটারদের, অনায়াসে বলা যেতে পারে। ওয়ার্নার-মার্শের শতক, দুজনের ২৫৯ রানের জুটির পর অ্যাডাম জাম্পার দারুণ বোলিংয়ে বেঙ্গালুরুতে বড় জয় পেয়েছে...