হ্যাংজুতে শুক্রবার মাঠে নামছেন জ্যোতিরা
এশিয়ান গেমসের ১৯তম আসরে শুক্রবার বাংলাদেশের মেয়েদের ফুটবল ও ক্রিকেট দুই ডিসিপ্লিনেই খেলা রয়েছে। হ্যাংজুতে একই দিন মাঠে নামবেন সাবিনা খাতুন ও নিগার সুলতানা জ্যোতিরা।
গেমসের নারী ক্রিকেটে বাংলাদেশ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে হংকংয়ের বিপক্ষে। ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে বাংলাদেশ-হংকং ম্যাচটি। এ ম্যাচের আগে বৃষ্টির কারণে বৃহস্পতিবারের অনুশীলন বাতিল করতে হয়েছে বাংলাদেশ...