ত্রিনবাগোকে গুড়িয়ে অবশেষে সিপিএলে চ্যাম্পিয়ন গায়ানা
একদল চার ফাইনালে খেলে কোনোবারই হারেনি। আরেক দল পাঁচবার ফাইনালে খেলিও কোনোবারই জেতেনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১১তম আসরে এসে উল্টে গেল হিসাবটা। ত্রিনবাগো নাইট রাউডার্সকে গুড়িয়ে প্রথমবার শিরোপার স্বাদ পেল গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স।
বাংলাদেশ সময় সোমবার ভোরে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামের ফাইনালে ৯ উইকেটে জেতে স্বাগতিকরা। ডোয়াইন প্রিটোরিয়াসের পেস আর ইমরান তাহির ও গুড়াকেশ মোতির স্পিনে ১৮.১ ওভারে স্রেফ ৯৪ রানে...