আইসিসির কাছে নিরাপত্তা চাইবে পাকিস্তান
০৪ আগস্ট ২০২৩, ১০:০৫ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলের ভারতে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও সময় নিচ্ছে পাকিস্তান সরকার। ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলের পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হতে চায় পাকিস্তান। এ জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে নিরাপত্তার নিশ্চয়তা চাইবে পাকিস্তান সরকার। পাশাপাশি এ মাসের তৃতীয় সপ্তাহে ভারতে একটি নিরাপত্তা প্রতিনিধিদল পাঠানোর প্রক্রিয়াও শুরু করছে পাকিস্তান। আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এই আসরে আহমেদাবাদসহ ভারতের ৫টি ভেন্যুতে খেলার কথা আছে পাকিস্তানের।
বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলের ভারত সফর নিয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার। পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন কমিটি গতপরশু প্রথম বৈঠক করে। এই বৈঠকে পাকিস্তানের তথ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাশ্মীরবিষয়ক উপদেষ্টা ও পিসিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ অংশ নেন। ক্রিকেট পাকিস্তানের খবরে বলা হয়, বৈঠকে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সফর বিষয়ে পিসিবির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জাকা আশরাফ।
একটি সূত্র জানায়, ভারতে পাকিস্তানের নিরাপত্তার বিষয়টি আইসিসির কাছে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেন, ভারতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেখানে পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়ে আপসের সুযোগ নেই। আইসিসি থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে তবেই পাকিস্তান দলকে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে। বৈঠকের সূত্রটি ক্রিকেটপাকিস্তানকে আরও জানায়, চলতি মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানের একটি নিরাপত্তা প্রতিনিধিদল ভারতে পাঠানো হবে। যেসব ভেন্যুতে পাকিস্তানের ম্যাচ আছে, প্রতিনিধিদলটি সেসব জায়গা ঘুরে দেখবে। পুরো প্রক্রিয়াতে পাকিস্তান সরকার ভারত ও আইসিসির সঙ্গে যোগাযোগ রাখবে বলে জানানো হয়।
জুনের শেষ সপ্তাহে প্রকাশিত বিশ্বকাপ সূচি অনুসারে ভারতের পাঁচটি ভেন্যুতে খেলবে পাকিস্তান। ভেন্যুগুলো হচ্ছে আহমেদাবাদ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতা। এর মধ্যে ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এর আগে পিসিবি বলেছিল, নকআউট পর্বের আগে এ ভেন্যুতে খেলতে চায় না তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব