তবুও সর্বোচ্চ রানের আক্ষেপ
ভেন্যু পাল্টেছে, বদলেছে খেলার সংস্করণও। তবে সিলেটে ওয়ানডেতে যে আগ্রাসী ক্রিকেটের ব্যান্ড দাঁড় করিয়েছে বাংলাদেশ দল তা অক্ষুন্ন থাকল চট্টগ্রামেও। লিটন দাস ও রনি তালুকদারের দুই শ ছাড়ানো স্ট্রাইক রেট ব্যাটিং পাওয়ারপ্লেতে চার-ছক্কায় বৃষ্টি বইয়ে তুলল রেকর্ড ৮১ রান। বড় রানের ভিতটা পেয়ে যায় ওই ৬ ওভারেই। সেটি কাজে লাগিয়ে ১৯.২ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ২০৭ রান করে, যা জহুর...