৪৮ দলের ২৬ বিশ্বকাপে ১২ গ্রুপ, ১০৪টি ম্যাচ!
১৫ মার্চ ২০২৩, ১০:৪৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৯ এএম
বিশ্বকাপরে ফরম্যাটে যে বদল আসবে তা আগেই জানা গিয়েছিল। কারণ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বশ্বিকাপে দল সংখ্যা ৩২ থেকে বেড়ে যে ৪৮ হচ্ছে। স্বাভাবিকভাবেই ম্যাচসংখ্যাও বাড়বে। তবে নতুন ফরম্যাটে একটা জটিলতা শুরু থেকেই ছিল। প্রতি গ্রুপের দল সংখ্যা কত হবে তা ঠিক করতে পারছিল না ফিফা। তিন দলের সমন্বয়ে গ্রুপের ভাবনা নিয়ে এগোলেও সে পরকিল্পনা থেকে সরে এসেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি।
পরশু রুয়ান্ডায় ফিফার কাউন্সিলের পর গতকাল এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত। ১৯৯৮ সাল থেকে শুরু ৩২ দলের বিশ্বকাপ ফরম্যাটে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত ৮টি গ্রুপ থাকলেও ২০২৬ সাল থেকে গ্রুপ হবে ১২টি। গ্রুপ পর্বের পর এতদিন রাউন্ড অব সিক্সটিন ছিল, এখন থেকে এর আগে রাউন্ড অব ৩২ থাকবে। গ্রুপ পর্বে প্রতি গ্রুপের সেরা দুই দল তো রাউন্ড অব ৩২-এ যাবেই, পাশাপাশি ১২ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করা ১২ দল থেকে সেরা ৮টি যাবে এই রাউন্ডে।
এরপর থেকে নকআউট পর্বের সাধারণ নিয়মেই এগোবে টুর্নামেন্ট। ১৯৯৪ সাল থেকে শুরু করে কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি দল সর্বোচ্চ ৭টি করে ম্যাচ খেললেও আগামী বিশ্বকাপ থেকে ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী পর্যন্ত যাওয়া প্রতি দলের ম্যাচ একটি করে বাড়বে। সব মিলিয়ে গোটা আসরের ম্যাচের সংখ্যা আগের তুলনায় ৪০টি বেড়ে দাঁড়াবে ১০৪টিতে।
একই দিনে জানা গেল ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহী দেশের সংখ্যা বেড়েছে। স্পেন-পর্তুগালের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের শতবর্ষী আসর আয়োজন করতে চায় মরক্কোও। প্রাথমিকভাবে স্পেন ও পর্তুগালের সঙ্গী হতে চেয়েছিল ইউক্রেন। কিন্তু রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধ এখনও চলছে। তাই এগিয়ে এসেছে মরক্কো। জানা গিয়েছে আজ রাতে ফিফার ৭৩তম কংগ্রেসেও এ ব্যাপারে আলোচনা হবে।
আগেও বেশ কয়েকবার বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেতে লড়াই করেছে মরক্কো। সবচেয়ে কাছাকাছি গিয়েছিল তারা ২০১০ সালে, সেবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় দেশটি। বিশ্বকাপের আয়োজক হতে স্পেন, পর্তুগাল ও মরক্কোকে লড়াই করতে হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ের সঙ্গে। লাতিন আমেরিকার চার দেশ যৌথভাবে শতবর্ষী আসর আয়োজন করতে চায়। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান