অ্যানফিল্ডের রীতি মেনেই আর্সেনালের হোঁচট
১০ এপ্রিল ২০২৩, ১০:০৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:৫৬ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা অনেক আগেই ফ্যাকাশে হয়ে গিয়েছে লিভারপুলের। তাইতো অলরেডরা পরশু ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে খুব বেশি কিছু পাওয়ার ছিল না। তবে একটা রেকর্ড অক্ষুণœ রাখতে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা ছিল বদ্ধ পরিকর। এক দশক ধরে নিজেদের মাঠে গানারদের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডটা কোনভাবেই খোয়াতে চাচ্ছিল না অলরেডরা। তাইতো দুই গোলে পিছিয়ে থাকার পরও আর্সেনালের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে লিভারপুল। ফলে লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল মিকেল আর্তেতার দল।
অ্যানফিল্ডে লিগের হাইভোল্টেজ ম্যাচের অষ্টম মিনিটেই ফন ডাইকের কাছ থেকে বল পেয়ে যান গাব্রিয়েল মার্তিনেলি। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা আলিসনকে পরাস্ত করতে সমস্যা হয়নি এই সেলেসাও ফরোয়ার্ডের। এই মার্তিনেলির পাস থেকে ম্যাচের ২৮তম মিনিটে আরেক ব্রাজিলিয়ান গাব্রিয়েল জেসুস ব্যবধান দ্বিগুণ করে। বিরতিতে যাওয়ার মিনিট তিনেক আগে হেন্ডারসনের কাছ থেকে বল পেয়ে জালে ঠেলে দেন মোহাম্মদ সালাহ। ৫৪তম মিনিটে মিশরীয় তারকার সামনে সুযোগ আসে সমতা টানার, কিন্তু স্পট কিকে বাইরে বল মারেন তিনি। তবে ৮৭তম মিনিটে ফিরমিনো গোল করলে স্কোরলাইনে সমতা নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। অন্যদিকে ২০১২ সালের সেপ্টেম্বরের পর অ্যানফিল্ডে লিগ ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও পারল না আর্সেনাল।
এই ড্রয়ে লিগের শিরোপা লড়াইও জমে উঠল। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। সিটির সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল।
জয়ের কাছাকাছি গিয়েও জিততে না পারার ব্যাপারে আর্তেতা বলেন,‘খুব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একটা ম্যাচ হলো। খেলা আমাদের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু বিরতির ঠিক আগে আমরা সত্যিই একটি বাজে গোল হজম করি এবং এরপর ম্যাচের মোমেন্টাম বদলে যায়। এটা সত্যি যে লিভারপুল তিন বা চার গোল করতে পারত। আবার আমরাও দুই বা তিন গোল করতে পারতাম। তাই শেষ পর্যন্ত হয়তো এই ফলাফলই ন্যায্য।’ তবে মৌসুম জুড়েই অধারাবাহিক লিভারপুলের বস ক্লপ ঠিক ড্রটা মেনে নিতে পারছেন না, ‘আমাদের এই মৌসুমের পারফরম্যান্সের নমুনাই এটি। আজকের (গতপরশু) ম্যাচটি পুরোপুরি উন্মুক্ত ছিল। তারা প্রথম দুই সুযোগে গোল করেছে। আমরা ভালোভাবে জবাব দিয়েছি। তবে শেষ দিকে এত সুযোগ পেয়েও আমরা কীভাবে জিততে পারলাম না, আমি জানি না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেরপুরে অগ্নিকাণ্ডের কোটি টাকার ক্ষতি : অল্পের জন্যে প্রাণে বাচঁলো ৪০ ছাত্র শিক্ষক
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও বিশ্বব্যাপী বাস্তুচ্যুতি, এক ভয়াবহ বাস্তবতা
রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে
শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার
ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার
'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'
ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত
লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি
"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড
রবিবার নতুন নির্বাচন কমিশনের শপথ
প্রশংসায় ভাসছে পাকিস্তান
কেশবপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
২৪ নভেম্বরের ‘পিটিআই’র বিক্ষোভ নিয়ে বুশরা বিবির বার্তা ও সরকারের প্রতিক্রিয়া
লাঞ্চের আগেই ৪ উইকেট নেই ভারতের
মাইলফলকের টেস্ট স্মরণীয় করে রাখতে চান মিরাজ
আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের ইএসডিওর সাইড ইভেন্ট অনুষ্ঠিত
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করল বেক্সিমকোর শ্রমিকেরা
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪৭
ট্রাম্প প্রশাসনের জন্য মনোনীত দুই সদস্যের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ
ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস