সোহাগ ইস্যুতে মুখ খুললেন সালাউদ্দিন
১৫ এপ্রিল ২০২৩, ১০:৩২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০১ পিএম

ফিফা থেকে সদ্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ইস্যুতে মুখ খুললেন সভাপতি কাজী মো. সালাউদ্দিন। শনিবার বিকালে মতিঝিলের বাফুফে ভবনে গণমাধমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন,‘আমাদের জন্য একটা দুঃসংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। ফিফার ডকুমেন্ট আমি দেখেছি। ফিফা যেহেতু সাসপেন্ড করেছে, এই ব্যাপারে যা কতর্ব্য তা আমরা করছি।’
তিনি যোগ করেন,’ সোহাগ ইস্যুতে আমি জরুরি সভা করতে চেয়েছিলাম। কিন্তু তিনজন সহ-সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি ঢাকার বাইরে থাকায় সভা করতে পারিনি। তারা ঢাকায় ফিরলে সোমবার সভা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে। তবে সবকিছুর জন্য অপেক্ষা করতে হবে আরও দুই থেকে তিন দিন। কারণ শনি ও রোববার ফিফার দপ্তর বন্ধ থাকবে।’
বাফুফের সভাপতি আরও বলেন, ‘আমি সোহাগের সঙ্গে কথা বলেছি, সে মনে করছে তার উপর অবিচার করা হয়েছে। সে আমাকে বলেছে যে, সে আন্তর্জাতিক ক্রীড়া আদালত যাবে।’ ফিফার তদন্ত প্রতিবেদনে বাফুফের নানা আর্থিক অসঙ্গতি ধরা পড়েছে। ফিফার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বাফুফে কোন আইনগত সিদ্ধান্ত নেবে কিনা? এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘আর্থিক অনিয়মের কথা বলেনি ফিফা। কোড অফ এথিকস ও রেসপন্সবিলিটি এসব বিষয় রয়েছে। এখানে লুকানোর কিছু নেই। আমাকে বোর্ড মিটিং করতে হবে।’
এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল শনিবার বলেন, ‘বাফুফে যে আমাদের ভাবমূর্তি সংকটে ফেলেছে, এতে আমরা খুবই লজ্জিত। তাদের আর্থিক অনিয়ম, দুর্নীতি নিয়ে গণমাধ্যম সব সময় সোচ্চার ছিল। শেষে গণমাধ্যমের রিপোটই সত্য হলো।’
ফিফার নিষেধাজ্ঞা ব্যক্তি বিশেষের উপর দিয়ে যাওয়ায় কিছুটা স্বস্তিতে ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘একদিক দিয়ে বাংলাদেশের সৌভাগ্য যে, ব্যক্তির উপর দিয়ে নিষেধাজ্ঞা গিয়েছে। ফুটবল ফেডারেশনের উপর কোনো নিষেধাজ্ঞা আসেনি।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ক্রীড়া মন্ত্রণালয়কে তদন্ত করার সুপারিশ করেছিল। তবে ফিফার বাধ্যবাধকতার কারণে এখন ধীরে চলতে চায় মন্ত্রণালয়, ‘আমাদের হস্তক্ষেপের কারণে যদি আরও বড় ক্ষতি হয়, সেটা আমরা কেউই চাই না। ফিফা যদি অনুরোধ করে, তাহলে অবশ্যই অধিকতর তদন্ত করে পরবর্তিতে ব্যবস্থা নেব আমরা। তবে ফুটবলের উপর আমরা কোনোভাবেই অযাচিত হস্তক্ষেপ করবো না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

শেখপাড়ায় লোডশেডিং

ভারতের পানি আগ্রাসন ও ফারাক্কা লং মার্চ

ফ্রোজেন সোল্ডার কি? কেন হয় এবং প্রতিকার কি?

ফ্যাসিজমের ধারক ও বাহক শিল্পীরা কী জবাব দেবেন

কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত

দাবি আদায়ের নামে ঘেরাও-অবরোধের প্রবণতা অগ্রহণযোগ্য

কবিতা

পর্ণির বিড়াল

সমকালীন রাজনৈতিক বাস্তবতার অসামান্য শিল্পস্মারক

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত

ইউক্যালিপটাস ও আকাশমনি রোপণ-উত্তোলন-বিক্রয়ে নিষেধাজ্ঞা

৩৩ খাল রক্ষণাবেক্ষণ-সবুজায়নে কাজ করবে ডিএনসিসি নির্ধারিত স্বেচ্ছাসেবকরা

দেশে-বিদেশে কনসার্ট নিয়ে ব্যস্ত ন্যানসি

নিষিদ্ধ দলের নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

অ্যাম্বার হার্ডের যমজ সন্তানের বাবা কে?

জিয়া উদ্দিন আলমের নতুন নাটক ‘বন্দি’

শাড়ির মডেল হলেন নাদিয়া

আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে : মির্জা আব্বাস

প্রকাশিত হচ্ছে নেমেসিসের নতুন অ্যালবাম ভিআইপি

ছাগলনাইয়া পৌর শহরে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান