রোনালদোদের কোচ হচ্ছেন জিদান বা মরিনহো!
১৬ এপ্রিল ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম
শুরু থেকেই যেন খুব একটা বনিবনা হচ্ছিলো না ক্রিস্টিয়ানো রোনালদো আর আল নাসের কোচ রুডি গার্সিয়ার। এমনকি রোনালদো দলে যোগ দেবার সময় ‘মেসিকেই বেশি পছন্দ আমার’ এমন মন্তব্য করেও বেশ আলোচিত হয়েছিলেন তিনি। সেই সাথে তারকায় ঠাসা দল নিয়েও মাঠের পারফরম্যান্স ভালো করতে পারেননি গার্সিয়া। তাই সব মিলিয়ে শেষমেষ আল নাসেরের চাকরিটা হারাতেই হলো তাকে। এখন প্রশ্ন হলো রোনালদোদের কোচ কে হচ্ছেন?
শুধু রোনালদোই নয়, ক্লাবের অন্য খেলোয়াড়দের সাথেও সম্পর্কের অবনতি হচ্ছিলো গার্সিয়ার। তার উপর যোগ হয়েছে সউদী লিগের পয়েন্ট টেবিলে ১১ নম্বরে থাকা দল আল ফেইহার সাথে ড্র করার ঘটনা। তাই আর কালক্ষেপন না করে গার্সিয়াকে বরখাস্তই করলো আল নাসের। অন্তঃবর্তী দায়িত্বটা তারা তুলে দিয়েছে ক্লাবের যুব দলের কোচ দিনকো জেলিচিচের হাতে। তবে পূর্ণকালীন দায়িত্ব পালনের জন্য কোচ খোঁজার কাজটা কোমড় বেধেই করছে আল নাসের।
রোনালদোর মত খেলোয়াড় যখন সউদী আরবের আল নাসেরের মত ক্লাবে যোগ দেন তখন সেই ক্লাবের অনেক কিছুই হবে তাকে কেন্দ্র করে সেটিই স্বাভাবিক। নতুন কোচ নিয়োগেও তাই আল নাসের রোনালদোর মতামতকে গুরুত্ব দেবে সেটিই অনুমেয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদে সাবেক কোচ জিনেদিন জিদান ও হোসে মরিনহোকে প্রস্তাব দেবার ব্যাপারে আলোচনা চলছে আল নাসেরে। গণমাধ্যম গুলোর তথ্য অনুযায়ী জিদান এবং মরিনহো দুইজনকেই আপাতত সম্ভাব্য লিস্টে রাখছে আল নাসের। সাবেক রিয়াল কিংবদন্তী জিদানকে ইতোমধ্যে মৌখিকভাবে প্রস্তাবও দেয়া হয়েছে। জিদানকে প্রস্তাব দেবার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করছেন রোনালদোই। সাবেক গুরুকে নিজের ক্লাবের কোচ হিসেবে দেখতে চাইছেন সিআর সেভেন।
তবে জিদানকে কোচ হিসেবে পাওয়াটা মোটেও সহজ হবে না আল নাসেরের জন্য। প্রথমত জিদান আপাতত কোনো ক্লাব দলের দায়িত্ব নেবেন কিনা সেটিই মূল আলোচনার বিষয়। কারণ ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তী বারবার জানিয়ে এসেছেন যে, ফ্রান্স দলের কোচ হওয়াটাই লক্ষ্য তার। সেই সাথে ইউরোপের সব বড় বড় ক্লাবও আগ্রহী জিদানের ব্যাপারে। যে রিয়াল মাদ্রিদের চাকরি ছাড়ার পর আর কোথাও কাজ করেননি জিদান সেই রিয়ালও নতুন করে চাইতে পারে জিদানকে। সামনের মৌসুমের রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়ে ক্লাব ছাড়লে জিদানকেও কোচ হবার প্রস্তাব দিতে পারে রিয়াল। এছাড়া ইংলিশ জায়ান্ট টটেনহাম হটস্পারও আগ্রহী জিদানের ব্যাপারে। আন্তেনিও কন্তের বিদায়ের পর খালিই পড়ে আছে তাদের কোচের পদটা।
এর আগেও আল নাসেরের দায়িত্ব নেবার গুঞ্জন ছিলো হোসে মরিনহোর। স্পোশাল ওয়ানে জন্য দুই মৌসুমের প্রায় ১০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাবও দিয়েছে আল নাসের। যদিও মরিনহোর পক্ষ থেকে এখনও কিছুই জানা যায় নি এ বিষয়ে। তাই শেষ পর্যন্ত কাকে আল নাসেরের ডাগ আউটে দেখা যাবে তা নিশ্চিত নয় এখনো। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর জিদান বা মরিনহো সউদী আরবের ফুটবলে যুক্ত হলে তা নিশ্চিতভাবেই বাড়তি মাত্রা যোগ করবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি
শুল্ক–কর বৃদ্ধির ফলে দেশের তামাক খাতে কী প্রভাব পড়বে
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা