আর্জেন্টিনাতেই যুব বিশ্বকাপ
১৮ এপ্রিল ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম
ইন্দোনেশিয়ার জায়গায় অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে আর্জেন্টিনাকেই বেছে নিয়েছে ফিফা। তাতে বাছাই পর্ব উৎরাতে না পারলেও যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে লাতিন আমেরিকার দেশটি। গতপরশু রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা। আগামী ২০ মে থেকে ১১ জুন ইন্দোনেশিয়ায় বসার কথা ছিল যুব বিশ্বকাপের ২৩তম আসর। ইসরায়েলকে স্বাগত জানাতে অনীহা প্রকাশ করায় গত ২৯ মার্চ এশিয়ার দেশটি থেকে টুর্নামেন্ট সরিয়ে নেয় ফিফা। পরদিন আয়োজক হওয়ার জন্য আবেদন করে আর্জেন্টিনা। জুরিখে আগামী শুক্রবার টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। অল্প সময়ের মধ্যে বিশ্বকাপের মতো আসর আয়োজনের জন্য এগিয়ে আসায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, ‘এমন একটি দেশে এবারের আসর আয়োজিত হবে, যেখানের মানুষ ফুটবলে বাঁচে এবং নিঃশ্বাস নেয়। আগামী দিনের তারকাদের জন্য এটি অনেক বড় অনুপ্রেরণা হতে চলেছে।’
এর আগে ২০০১ সালের আসরের আয়োজক ছিল আর্জেন্টিনা। সেবার নিজেদের রেকর্ড ছয় শিরোপার চতুর্থটি জেতে তারা।
বিভাগ : খেলাধুলা