সাফের শূন্য পদগুলোর নির্বাচন ৬ মে
২৬ এপ্রিল ২০২৩, ০৮:২৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:০৩ পিএম

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) বার্ষিক সাধারণ সভা (কংগ্রেস) আগামী ৬ মে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। এই কংগ্রেসে নিয়মিত আলোচ্যসূচির পাশাপাশি নির্বাহী কমিটির শূন্য পদগুলোর নির্বাচনও অনুষ্ঠিত হবে। তথ্যটি বুধবার নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, ‘দুটি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে মালদ্বীপ ও নেপাল আগ্রহ প্রকাশ করেছে। এ দুই দেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারে।’ গত বছরের ২ জুলাই সাফের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন হয়েছিল। তখন ভারত ও পাকিস্তান কংগ্রেসে যোগ দিতে না পারায় দুইটি সহ-সভাপতিসহ কয়েকটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ওই সময় পাকিস্তান ছিল ফিফার নিষেধাজ্ঞায়। আর ভারতও ছিল কমিটি গঠন নিয়ে ফিফার চোখ রাঙানির মধ্যে। পরে ভারত কিছুদিন ফিফার নিষেধাজ্ঞায়ও ছিল। এখন তারা মুক্ত। ফলে শূন্য পদগুলোতে নির্বাচন করতে আর বাধা নেই সাফের।
এদিকে সাফ থেকে একজন প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয় এশিয়ান ফুটবল কনফেডারেশনে (এএফসি)। এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। এর বাইরে একজন নারী সদস্যও নির্বাচিত হবেন। এরপরও দুটি সদস্য পদ শূন্য থাকবে। কারণ, শ্রীলঙ্কা আছে ফিফার নিষেধাজ্ঞায় এবং পাকিস্তানের কোনো কমিটি নেই।
আসন্ন কংগ্রেসে চলতি বছরের জুনের সাফ চ্যাম্পিয়নশিপের দুই অতিথি দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানান আনোয়ারুল হক হেলাল। সউদী আরব ও মালয়েশিয়াকে সাফ চ্যাম্পিয়নশিপে আমন্ত্রণ জানানো হলেও তারা অংশ নেবে কিনা, তা এখনো নিশ্চিত করেনি। দল ঠিক হলে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র কবে, কোথায় হবে তা নির্ধারণ হতে পারে আগামী মাসের কংগ্রেসে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

শেখপাড়ায় লোডশেডিং

ভারতের পানি আগ্রাসন ও ফারাক্কা লং মার্চ

ফ্রোজেন সোল্ডার কি? কেন হয় এবং প্রতিকার কি?

ফ্যাসিজমের ধারক ও বাহক শিল্পীরা কী জবাব দেবেন

কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত

দাবি আদায়ের নামে ঘেরাও-অবরোধের প্রবণতা অগ্রহণযোগ্য

কবিতা

পর্ণির বিড়াল

সমকালীন রাজনৈতিক বাস্তবতার অসামান্য শিল্পস্মারক

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত

ইউক্যালিপটাস ও আকাশমনি রোপণ-উত্তোলন-বিক্রয়ে নিষেধাজ্ঞা

৩৩ খাল রক্ষণাবেক্ষণ-সবুজায়নে কাজ করবে ডিএনসিসি নির্ধারিত স্বেচ্ছাসেবকরা

দেশে-বিদেশে কনসার্ট নিয়ে ব্যস্ত ন্যানসি

নিষিদ্ধ দলের নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

অ্যাম্বার হার্ডের যমজ সন্তানের বাবা কে?

জিয়া উদ্দিন আলমের নতুন নাটক ‘বন্দি’

শাড়ির মডেল হলেন নাদিয়া

আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে : মির্জা আব্বাস

প্রকাশিত হচ্ছে নেমেসিসের নতুন অ্যালবাম ভিআইপি

ছাগলনাইয়া পৌর শহরে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান