ফেডারেশন কাপের সেমিফাইনালে শেখ রাসেল
০২ মে ২০২৩, ০৯:০৯ পিএম | আপডেট: ০৩ মে ২০২৩, ১২:০১ এএম
চতুর্থ দল হিসেবে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের সেমিফাইনালে নাম লেখালো দশজনের দল শেখ রাসেল ক্রীড়া চক্র। মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শেখ রাসেল ১-০ গোলে গত আসরের রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু।
মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল শেখ রাসেল। তারা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে বিরতির আগেই বেশ ক’টি গোলের সুযোগ তৈরি করে। যার একটি থেকে কাঙ্খিত গোলের দেখা যায় দলটি। ম্যাচের ১৪ মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে বল পেয়ে এমফন উদোহ বাঁ দিক দিয়ে রহমতগঞ্জের ডি-বক্সে ঢুকে কাট ব্যাক করেন। গোলমুখে কড়া পাহারায় ছিলেন না কেনেথ ইকেচুকু। বল পেয়েই তিনি বুদ্ধিদ্বীপ্ত ফ্লিকে গোল করে শেখ রাসেলকে এগিয়ে নেন (১-০)। ম্যাচের ৩১ মিনিটেও একটি ভালো সুযোগ পায় শেখ রাসেল। কিন্তু চার্লস দিদিয়েরের লং পাস ধরে মোহাম্মদ ইব্রাহিম ঠিকঠাক শট নিতে পারেননি। এরপর বক্সে বল পাওয়া ইকেচুকুও পারেননি বলের নিয়ন্ত্রণ নিতে। শেষ পর্যন্ত বল যায় জামাল ভূঁইয়ার পায়ে। তিনি ভলি শট নিলে বল যায় ক্রসবারের উপর দিয়ে। এগিয়ে থেকেই বিরতিতে যায় বিজয়ীরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দশজনের দলে পরিণত হয় তারা। ম্যাচের ৫৮ মিনিটে রহমতগঞ্জের আল আমিনকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ রাসেলের ডিফেন্ডার আবিদ আহমেদ। এর তিন মিনিট আগেই প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দিয়ে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি। ম্যাচের বাকি সময় দশজনের শেখ রাসেলের বিপক্ষে সমতা আনতে পারেনি রহমতগঞ্জ। ফলে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। আগামী ৯ মে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের। খেলাটি হবে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। পরের সপ্তাহে ১৬ মে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্র। ৩০ মে এখানেই অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ফাইনাল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ