সালাউদ্দিনের পাওনা ৩৫ হাজার সোহাগের ৫ লাখ!
০৪ মে ২০২৩, ১০:২১ পিএম | আপডেট: ০৫ মে ২০২৩, ১২:০০ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের পাওনা মাত্র ৩৫ হাজার টাকা হলেও সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ পাবেন ৫ লাখ টাকা! ২০২১ সালে বাফুফের আর্থিক প্রতিবেদনে ঋণ খাতে দেখা গেছে সংস্থাটিতে যারা চাকরি করেন তাদের মধ্যে তিন জন বাফুফেকে ধার দিয়েছেন প্রায় ১৬ লাখ টাকা। অথচ সভাপতি সালাউদ্দিনের ধার দেখানো হয়েছে অর্ধ লক্ষ টাকারও নীচে। বাফুফের সর্বশেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ২০২২ সালে। এ সভায় ২০২১ সালের অডিট রিপোর্ট অনুমোদিত হয়। সেই অডিট রিপোর্টে বাফুফের দেনা দেখানো হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ৬৯৯ টাকা। ২০২১ সাল শুরু হয়েছিল ৩ কোটি ২৭ লাখ ১৪ হাজার ৯৭৩ টাকা দেনা নিয়ে। ওই বছর অতিরিক্ত দেনা যোগ হয় প্রায় সাড়ে ৬ লাখ টাকা। এই সাড়ে ৬ লাখের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের পাওনা ৪ লাখ ৭৬ হাজার ৭২৫ টাকা, প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেনের পাওনা দেড় লাখ ও সভাপতি কাজী সালাউদ্দিনের ৩৫ হাজার টাকা।
২০২১ সালে আবু নাইম সোহাগ বাফুফেকে ধার দিয়েছিলেন ৬ লাখ ৭৬ হাজার ৭২৫ টাকা। ওই বছরের মধ্যে ২ লাখ টাকা ফেরত নেন তিনি। তবে প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ধার দিয়েছিলেন সোহাগের চেয়ে বেশি। ৭ লাখ ৯৯ হাজার টাকা ধার দিয়ে ৬ লাখ ৪৯ হাজার টাকা ফেরত নেন আবু। অর্থ বিভাগে চাকুরিরত আরেকজন এক্সিকিউটিভ অনুপম হোসেনও ধার দিয়েছিলেন বাফুফেবে। তার দেয়া সাড়ে ৫১ হাজার টাকা অবশ্য ২০২১ সালেই ফেরত নেন অনুপম ।
গত বছর শতাধিক কাউন্সিলরের উপস্থিতিতে অডিট রিপোর্ট অনুমোদিত হয়েছিল। বাফুফের নির্বাহী কমিটি, কাউন্সিলরদের চোখে বিষয়টি এতদিন সেভাবে ধরা পড়েনি। তবে গত ২ মে বাফুফের নির্বাহী কমিটির সভায় বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারিদের ফেডারেশনকে অর্থ ধার দেয়ার বিষয়টি আলোচনায় আসে। নির্বাহী কমিটিতে অনেক সামর্থ্যবান ব্যক্তি থাকলেও বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারিরা বাফুফেকে অর্থ ধার দেয়ায় বিস্ময়ের সৃষ্টি করেছে। বিশেষ করে সভাপতির ধার যেখানে মাত্র ৩৫ হাজার আর দুই বেতনভুক্ত কর্মকর্তার ধার প্রায় ১৬ লাখ টাকা! যা বিব্রত করেছে নির্বাহী কমিটির অনেককেই।
২০২১ সালে বাফুফে সভাপতির ধার মাত্র ৩৫ হাজার টাকা হলেও বিগত বছরগুলোর আর্থিক প্রতিবেদনে কয়েক লাখ টাকা পর্যন্ত ধার দেখানো হয়েছে। এ ব্যাপারে সালাউদ্দিনের মন্তব্য, তিনি বছরে বেশ কয়েকবারই ব্যক্তিগতভাবে ধার দেন ফেডারেশনকে। সালাউদ্দিন ব্যক্তিগতভাবে অর্থ দিলেও অনেক সময় তার টাকাগুলো অডিটে সেভাবে দেখানো হয় না বলে দাবি বাফুফের অনেক কর্মকর্তার। ফলে এখানে স্বচ্ছতার প্রশ্ন উঠে। তবে এ নিয়ে আগে কখনো কথা হয়নি, এবারই প্রথম আলোচনা হওয়ায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন কাজী সালাউদ্দিন। তার কথায়,‘মঙ্গলবারের (২ মে) সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়টি নিয়ে সামনে কাজ করবো আমরা।’ তবে বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ধার দেয়া নিয়ে কোনো মন্তব্য করেননি বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও অর্থ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ