কাজ শুরু করেছে বাফুফের তদন্ত কমিটি
০৭ মে ২০২৩, ১১:০৮ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০০ এএম
অবশেষে কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তদন্ত কমিটি। গত ১৪ই এপ্রিল বাংলা নববর্ষের দিন দুর্নীতির দায়ে ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে। উদ্ভূত পরিস্থিতিতে ১৭ এপ্রিল বাফুফের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সোহাগকে আজীবন নিষিদ্ধ করাসহ ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুর্নীতির তদন্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তা গঠনের ১৯ দিন পর গতকাল আনুষ্ঠানিক এক সভায় বসার মাধ্যমে কাজ শুরু হয়েছে। দশ সদস্যের কমিটির দুইজন (সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি) আগেই পদত্যাগ করেছেন। ফলে আটজনকে নিয়ে সোহাগসহ অন্যান্যদের দুর্নীতি খতিয়ে দেখবে এই তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, এই কার্যদিবসের পর থেকে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে। কাল বিকালে কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন- কাজী নাবিল আহমেদ, জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ ও আব্দুর রহিম। বাকি তিনজনের মধ্যে ব্যাক্তিগত ব্যস্ততার কারণে বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান ও সদস্য ইলিয়াস হোসেন প্রথম সভায় উপস্থিত হতে পারেননি। কমিটির আরেক সদস্য বাফুফের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তারও থাকা হয়নি এই সভায়।
সভা শেষে কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের তদন্ত কমিটির এটাই প্রথম সভা। তাই প্রথম সভায় মূলত কার্যপরিধি ও পন্থা নিয়ে আমরা আলোচনা করেছি। সামনে আরো কয়েকটি সভা হবে। তদন্তাধীন অবস্থায় অনেক বিষয় আপনাদের (মিডিয়ায়) বলা যাবে না। তবে মাঝে মধ্যে আপনাদের অবহিত করা হবে।’
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বাফুফের আর্থিক বিষয়ে তদন্ত করেছে ফিফা। সেই তদন্তের নিরিখেই সাবেক সাধারণ সম্পাদক সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফিফার প্রতিবেদনের আলোকেই বাফুফের তদন্ত কমিটি কাজ করবে বলা জানান কাজী নাবিল। তবে সেই তদন্ত কমিটির সামনে সাবেক সাধারণ সম্পাদক সোহাগকে ডাকা হবে না বলে জানান তিনি। এ প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘তাকে (সোহাগ) আমরা ডাকবো না। তার ব্যাপারে ফিফা ও বাফুফের বোর্ড উভয়েই সিদ্ধান্ত নিয়েছে।’ সোহাগের সঙ্গে বাফুফের আরও দুই কর্মচারী দুর্নীতিতে অভিযুক্ত। তাদের বিষয়ে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘সামনে তাদের ডাকা হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব তারা দায়িত্বরত থাকবে, না তদন্ত অবস্থায় তাদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে।’
ফিফার প্রতিবেদনে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর নামও এসেছে। ফিফা থেকে তিনিও শোকজ পেয়েছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে নাবিলের কথা, ‘প্রয়োজনে তার (সালাম মুর্শেদী) সঙ্গে আলাপ করা হতে পারে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ