বিতর্কিত গোলে রোমাঞ্চে সমতা
১০ মে ২০২৩, ১০:০৫ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ১২:০৩ এএম
গোটা ৯০ মিনিটজুড়ে যে দারুণ চোখ ধাঁধানো ফুটবলের প্রদর্শনী হলো, সেটার সাথে ম্যাচের স্কোর লাইনটা ঠিক যায় না। দেখা মিলল ম্যানচেস্টার সিটির চিরচেনা বল দখলে রাখার চিত্র, সাথে মাদ্রিদের ট্রেডমার্ক প্রতি আক্রমণ। দুই পোস্টেই গোলকিপারদের ব্যস্ত থাকতে হলো। তবে অসাধারণ ফুটবল প্রদর্শনীর পরও দল পেল কেবল একটি করে গোলের দেখা। তাতে পরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের এই সেমিফাইনালে রিয়াল ও ম্যানসিটির মধ্যকার খেলাটা শেষ হলো অমীমাংসিত ভাবে ১-১ গোলে। যদিও বার্নাব্যুতে সফরকারী ম্যানসিটির করা গোলটাকে অবৈধ বলে দাবি রিয়াল বস কার্লো আনচেলত্তির। ম্যাচ শেষে কোনপক্ষ পরিষ্কারভাবে এগিয়ে না থাকায় আগামী বুধবার রাতে ম্যানচেস্টারের দ্বিতীয় লেগটা ফাইনালের আগে অলিখিত ফাইনাল।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল কী কৌশল নেয়, সেটিই ছিল দেখার। পেপ গার্দিওলা তো গত মাস দুয়েকে এই মৌসুমের কম্বিনেশন পেয়েই গেছেন- চার সেন্টারব্যাক রক্ষণে রেখে এর মধ্যে স্টোনসকে ইনভার্টেড রাইটব্যাক বানিয়ে দেয়া। আক্রমণের সময়ে তিনি মাঝমাঠের পেছন দিকে রদ্রির সঙ্গে থাকবেন, আর তাদের সামনে ডাবল নাম্বার টেন গুন্দোগান ও কেভিন ডি ব্রুইনার। ৩ ডিফেন্ডার, মাঝমাঠে চারজনের বক্স আর সামনে দুই উইঙ্গার ও স্ট্রাইকার - ইউরোপে এখন বল দখলে রাখতে চাওয়া অনেক দলেরই কৌশল এটি। মাদ্রিদে এই কৌশলেই নেমেছিলেন গার্দিওলা। অন্যদিকে টনি ক্রুসকে রক্ষণের সামনে কেন্দবিন্দুতে রেখে পাল্টা আক্রমণনির্ভর যে কৌশলে নামলেন রিয়াল বস আনচেলত্তি, সেটিই ব্যবধান গড়ে দিয়েছে। তবে জার্মান মিডফিল্ডার ক্রুস এই ম্যাচে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। দুই সেন্টারব্যাক রুডিগার ও আলাবা বলতে গেলে হলান্ডের গায়ে গায়েই লেগে ছিলেন। যে কারণে ম্যাচজুড়ে হলান্ড পাওয়া দু-তিনটি সুযোগ কাজে লাগানোর মতো জায়গা পাননি।
ম্যাচের শুরু থেকেই সিটির দখলেই বল বেশি ছিল। তবে রিয়ালের মিডফিল্ড ও ডিফেন্স কোন জায়গা দিচ্ছিল না গার্দিওলার দলকে। ম্যাচের প্রথম আধা ঘন্টা এক চেটিয়া খেলে যায় সফরকারীরা। ¯্রােতের বিপরীতে গিয়ে ৩৬ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে আসে ভিনিসিয়ুস জুনিয়রের গোল। নিজেদের অর্ধ থেকে কামাভিঙ্গা এক অবিশ্বাস্য দৌড়ে বল নিয়ে মাত্র ১২ সেকেন্ডে পৌঁছে গেলেন সিটির বক্সের কাছে। ভিনির কাছে বল বাড়াতেই ৩০ গজ দূর থেকে চোখে লেগে থাকা এক শটে গোল করলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। এই শট ঠেকানোর সাধ্য ছিল না সিটি গোলকিপার এডেরসনের। বিশ্লেষকরা ভিনিকে কেন এই ম্যাচের এক্স-ফেক্টর বলেছিলেন, সেই প্রমাণ পাওয়া গেল।
বিরতির পর আবার উল্টো চিত্র। এবার রিয়ালের বলের দখল বেশি, সিটি তখন কিছুটা পাল্টা আক্রমণে খেলছিল। এসবের মাঝে ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে এক বুলেট গতির শটে ডি ব্রুইনা সমতায় ফেরান সিটিকে। তবে এই গোলের বিল্ড-আপের সময় বলটা একবার টাচ লাইনের বাইরে চলে যায়। ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘বলটা আউট ছিল। এটা আমার দাবি নয়, প্রযুক্তিই বলছে।’
বিল্ড-আপের সময় কাইল ওয়াকারের পাস মাঠের ভেতর রাখতে টাচলাইন থেকে ফিরিয়েছেন বের্নার্ডো সিলভা। রিয়ালের খেলোয়াড়েরা থেমে গিয়েছিলেন এবং আনচেলত্তি থ্রো-ইনের দাবি করেন রেফারির কাছে। তবে রাফারি সেসবে কর্ণপাত না করে খেলা চালিয়ে যান। বের্নার্ডো থেকে রুবেন দিয়াস হয়ে বল পেয়েছিলেন ডি ব্রুইনা। তার ক্রস লুকা মদ্রিচ ঠেকানোর পর বল যায় কামাভিঙ্গার কাছে। ফরাসি তারকা ক্লিয়ার না করে প্রতি আক্রমণ করতে বল সামনে বাড়ান। তবে বলটি কাড়েন রদ্রি। এরপর গ্রিলিশ ও গুন্দোগান হয়ে বল যায় ডি ব্রুইনা কাছে। জালের ঠিকানা পেতে কোন ভুল হয়নি বেলজিয়ান মিডফিল্ডারের। তবে ম্যাচ শেষে প্রযুক্তির মাধ্যমেই স্পষ্ট দেখা যায়, বের্নার্ডো টাচলাইনের বাইরে থেকে বল ফিরিয়েছিলেন।
সিটি কোচ গার্দিওলার ম্যাচ শেষে দাবি, সামনের লেগটাই একটা ফাইনাল। এই স্প্যানিশ কোচ বলেন, ‘খুবই হাড্ডাহড্ডি লড়াইয়ের ম্যাচ হয়েছে। ম্যাচে আমরা কখনো ভালো খেলেছি,আবার সংগ্রামও করেছি। সামনের লেগটা আমাদের দর্শকদের সঙ্গে নিয়ে ঘরের মাঠে ফাইনাল খেলব।’ ঠিক একই ধরনের সুর রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার কন্ঠেও, ‘ভালো একটি ড্র হয়েছে। আগামী সপ্তাহে সব কিছু নির্ধারিত হবে। ম্যাচটা হবে ফাইনালের মতো। আর ফাইনাল জেতায় আমরা বেশ ভালো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ