অভিষেক রাঙিয়ে তৃপ্ত মেসি
২২ জুলাই ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ম্যাচের ৯৪তম মিনিট তখন, শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড মাত্র বাকি। ডি-বক্সের একটু বাইরে ফ্রি কিক পেল ইন্টার মায়ামি। যাকে ফাউল করায় ফ্রি কিক, সেই লিওনেল মেসি এগিয়ে গেলেন শট নিতে। খুব গতিময় নয়, কিন্তু একদম মাপা শট। উড়ন্ত গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে। ধারাভাষ্যকার তখন গলা ফাটাচ্ছেন ‘মে...সি...ই...ই...’ বলে। ঠাসা গ্যালারির গগণবিদারী চিৎকারে প্রকম্পিত চারপাশ। যুক্তরাষ্ট্রে মেসির অভিষেক দেখতে গ্যালারিতে থাকা এনবিএ তারকা লেব্রন জেমস, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, মিডিয়া তারকা কিম কার্দাশিয়ান, নানা আঙিনার আরও অনেক তারকা, সবাই মেতে ওঠেন উল্লাসে। মেসি তো তখন হারিয়ে গেছেন সতীর্থদের আলিঙ্গনে।
বহুল আলোচিত অভিষেকে এভাবেই রঙিন আর্জেন্টিনার সর্বজয়ী মহাতারকা। বাংলাদেশ সময় গতকাল ভোরে তার শেষ সময়ের গোলেই মেক্সিকোর ক্লাব ক্রুস আসুলকে ২-১ গোলে হারায় ইন্টার মায়ামি। লিগস কাপে দুই দলেরই প্রথম ম্যাচ এটি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর শীর্ষ লিগ লিগা এমএক্স-এর ৪৭ ক্লাব নিয়ে আয়োজিত হয় এই লিগস কাপ। প্রথমার্ধের শেষ দিকে রবার্ট টেইলরের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ক্রুস আসুল। মেসি মাঠে নামেন দ্বিতীয়ার্ধে।
নতুন ক্লাবে এখনও পর্যন্ত মোটে তিনটি পুরো ট্রেনিং সেশন পেয়েছেন মেসি। এ কারণেই হয়তো শুরু থেকে তাকে মাঠে নামাননি কোচ জেরার্দো মার্তিনো। দ্বিতীয়ার্ধে যখন তিনি গা গরম করতে শুরু করেন, ‘মেসি... মেসি...’ রব ওঠে গোটা গ্যালারিতে। ৫৪তম মিনিটে মাঠে নামেন মেসি। বদলি হিসেবে মাঠে নামেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুস্কেটসও। মাঠের ফুটবলে অবশ্য বেশি দাপট ছিল ক্রুস আসুলের। মেসি নামার পরও তা খুব একটা বদলায়নি। বিচ্ছিন্ন দু-একটি সুযোগ তিনি আদায় করেন মাত্র, তা কার্যকর হয়নি। তবে তিনি তো মেসি, জাদুকরি একটি মুহূর্তেই গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য! ক্যারিয়ারজুড়ে অসংখ্যবার যা করেছেন, নতুন ক্লাবের হয়ে অভিষেকেও ঠিক তেমনি তিনিই ম্যাচের ভাগ্য নির্ধারক আর দলের নায়ক।
একে তো নিজের অভিষেক, তার ওপর দল আগের ১১ ম্যাচে পায়নি জয়ের দেখা। ম্যাচও তখন শেষ বাঁশির অপেক্ষায়। এমন সময় পুরান ঝলক নতুন করে দেখালেন মেসি। ২ মাসের খরার পর ইন্টার মায়ামি জয় নিয়ে মাঠ ছাড়তে পারল এই জাদুকরের সৌজন্যেই। নতুন মিশনের শুরুটা দুর্দান্ত হওয়ায় উচ্ছ্বসিত কণ্ঠে মেসি বললেন- এমন শুরুই চেয়েছিলাম, ‘আমাদের জন্য খুবই ভালো একটা ম্যাচ হলো। এমন শুরুই চেয়েছিলাম আমরা, মানুষকে জয় উপহার দিতে চেয়েছিলাম। সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই প্রতিযোগিতায় জয়ে শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা করতে পেরে আমরা ভীষণ খুশি।’
ফ্রি কিক নেওয়ার সময়ের ভাবনা জানালেন তিনি। দলের সামনের পথচলায় আত্মবিশ্বাস জোগাতে এই জয় কাজে লাগবে বলেও মনে করেন ইউরোপিয়ান ফুটবল ছেড়ে আসা মেসি, ‘সবসময়ের মতোই চেষ্টা করেছি। সৌভাগ্যবশত শটটা ঠিকঠাক হয় এবং বল জালে জড়ায়, গোলরক্ষকও বলের কাছে পৌঁছাতে পারেনি। সব মিলিয়ে উপলক্ষটা আমাদের জন্য অনেক আনন্দের। কেননা, দীর্ঘদিন পর (দল জয় পাওয়ায়) এবং যেভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম, মূলত সে কারণে। যদিও এটা ভিন্ন একটি চ্যাম্পিয়নশিপ, কিন্তু আত্মবিশ্বাস অর্জনের জন্য আমাদের জিততেই হত।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দোয়ারাবাজার পল্লীতে যুবক খুন
স্পেনগামী সমুদ্রপথে ২০২৪ সালে অভিবাসীদের রেকর্ড সংখ্যক মৃত্যু
অভিনয়ের জন্য গোসল করতেন না অনিল কাপুর
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৫ সালে রাশিয়া সফর করবেন
শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে চাপে ভারত
বিশিষ্ট ব্যবসায়ী টাইম ওয়ার্নারের প্রাক্তন সিইও রিচার্ড ডি. পারসন্সের মৃত্যু
নারীকে যৌন নিপীড়ন: খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
আফগানিস্তানকে পেয়ে আবারও জ্বলে উঠলেন উইলিয়ামস
অস্ট্রিয়ার তিরোলে তুষারধসে বাবা-ছেলের মৃত্যু
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার
নতুন শাসকদের সাথে সংঘর্ষে সিরিয়ায় আসাদ অনুসারীদের হাতে ১৪ জন নিহত
কালকিনিতে ইউপি সদস্যসহ নিহত-৩, আহত-১০
রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন